আজকাল ওয়েবডেস্ক: সিরিজে ইংল্যান্ড এগিয়ে ২–১ ব্যবধানে। বৃহস্পতিবার থেকে শুরু হয়ে যাবে শেষ টেস্ট। ওভালে। বুমরা সম্ভবত খেলবেন না। তবে বিতর্ক তৈরি হয়েছে অন্য জায়গায়। মঙ্গলবার মাঠের মধ্যেই তীব্র বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন ভারতের কোচ গৌতম গম্ভীর ও ওভালের পিচ কিউরেটর লি ফর্টিস। যার মূল কারণ ইংল্যান্ডের দ্বিচারিতা। যা একেবারেই ভালভাবে নিচ্ছেন না প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ইরফান পাঠান। ইংল্যান্ডের আচরণের পাল্টা দিয়ে তিনি বলছেন, ‘আমাদের কি এখনও পরাধীন ভাবে?’
এটা ঘটনা ওভালে মঙ্গলবার ভারতীয় দলের প্রথম অনুশীলন ছিল। সেখানে পিচ কিউরেটর ফর্টিসের সঙ্গে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন গম্ভীর। আঙুল উচিয়ে তাঁর দিকে তেড়েও যান গম্ভীর। গম্ভীরকে বলতে শোনা যায়, ‘আমরা কী করব, সেটা আপনি বলার কেউ নন।’ জানা গেছে, ওভালের পিচ কিউরেটর ও অন্যান্য মাঠকর্মীরা গম্ভীরের বিরুদ্ধে অভিযোগ করার হুমকি দেন। যার উত্তরে গম্ভীর বলেন, ‘যা খুশি করুন। যেখানে অভিযোগ করতে হয় করুন। আপনি একজন মাঠকর্মীর বেশি কিছু নন।’
এই বিতর্কের বিষয়ে ভারতীয় দলের ব্যাটিং কোচ সীতাংশু কোটাক জানান, গম্ভীরকে বলা হয়েছিল পিচের থেকে ২.৫ মিটার দূরত্বে বজায় রাখতে। কিন্তু সমস্যা হল, ইংল্যান্ডের কোচ ব্র্যান্ডন ম্যাকালাম দিব্যি পিচের মাঝে দাঁড়িয়েই ফর্টিসের সঙ্গে গল্প করছিলেন। এমন নয় যে, গম্ভীর স্পাইক পরে ছিলেন। তাঁর পায়ে জগারই ছিল। যা নিয়ে কোটাক বলেন, ‘আমি এরকম ঘটনা আগে কোনওদিন দেখিনি।’
ইংল্যান্ডের এই দ্বিচারিতা নিয়েই বিস্ফোরণ ঘটিয়েছেন পাঠান। তিনি লেখেন, ‘ইংল্যান্ডের কোচ পিচে গিয়ে দাঁড়াতে পারে, কিন্তু ভারতের কোচ পারে না। আমরা কি এখনও ঔপনিবেশিক সময়ে আছি নাকি?’ পরে তিনি আরও বলেন, ‘ওই পিচ কিউরেটর চিরকালই দুর্ব্যবহার করেন। বিদেশি কোচ ও অধিনায়কদের সঙ্গে সবসময়ই ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেন। গম্ভীরকে এখন ওরা খলনায়ক করে দেখাচ্ছে। যেন মনে হচ্ছে, আমরা এখনও ১৯৪৭–র সময়ে দাঁড়িয়ে। এই ধরনের দ্বিচারিতা মানতে পারছি না।’
আরও পড়ুন: কেন চটলেন গম্ভীর? ব্যাখ্যা দিলেন ওভালের পিচ কিউরেটর
এটা ঘটনা, পঞ্চম তথা শেষ টেস্ট খেলতে লন্ডনে ভারতীয় দল। ২–১ এ সিরিজে এগিয়ে বেন স্টোকসরা। মঙ্গলবার থেকে ওভালে প্র্যাকটিস শুরু করে টিম ইন্ডিয়া। প্র্যাকটিস পিচের অবস্থায় খুশি ছিলেন না গম্ভীর। সেই নিয়ে প্রতিবাদ করেন। পরিস্থিতি সামাল দিতে ব্যাটিং কোচ শীতাংশু কোটাককে হস্তক্ষেপ করতে হয়। প্র্যাকটিসের জায়গার অন্য প্রান্তে নিয়ে যান পিচ কিউরেটরকে। তারপর ফর্টিসের সঙ্গে লম্বা আলোচনা করতে দেখা যায় তাঁকে। তারপর গম্ভীর এবং ফর্টিস উল্টোদিকে হাঁটা মারেন। নেট সেশনে মনোনিবেশ করেন ভারতের হেড কোচ।
এদিকে ওভালে লাল বলের ক্রিকেটে হাতেখড়ি হতে চলেছে অর্শদীপ সিংয়ের। সম্ভবত জসপ্রীত বুমরার জায়গায় খেলবেন তিনি। এছাড়াও ভারতীয় দলে দুই একটা পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে। ঋষভ পন্থের জায়গায় খেলবেন ধ্রুব জুরেল। দলে ফিরতে পারেন আকাশ দীপও। ব্যাটিংয়ে কোনও বদল হবে না। শেষমেষ বোলিং কম্বিনেশন কী হয়, সেটাই দেখার।
