আজকাল ওয়েবডেস্ক: শনিবার ইডেনে আইপিএলের উদ্বোধন। দিশা পাটানির নাচ। শ্রেয়া ঘোষালের গান। তারপর থাকবে কলকাতা–আরসিবি ম্যাচ। জমকালো অনুষ্ঠানের পর মাঠে নামবেন বিরাট কোহলি, আন্দ্রে রাসেলরা। কিন্তু সবকিছু নির্বিঘ্নে মিটবে তো?
শনিবার কলকাতায় রয়েছে কালবৈশাখীর সম্ভাবনা। বৃষ্টির সম্ভাবনা তো আছেই। আর তার জন্য ম্যাচ ভেস্তে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
হাওয়া অফিস ইতিমধ্যেই শনিবার কমলা সতর্কতা জারি করেছে। আইএমডি জানিয়েছে, দক্ষিণবঙ্গে বৃহস্পতি থেকে রবিবার অবধি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। হাওয়া অফিস ইতিমধ্যেই শনিবার কলকাতায় ম্যাচের দিন ঝড়বৃষ্টির কমলা সতর্কতা জারি করে দিয়েছে। আর রবিবারের জন্য জারি করা হয়েছে ঝড়বৃষ্টির হলুদ সতর্কতা।
আকুওয়েদার জানিয়েছে, শনিবার কলকাতায় বৃষ্টির সম্ভাবনা ৭৪ শতাংশ। আকাশ মেঘলা থাকার সম্ভাবনা ৯৭ শতাংশ। সন্ধেয় বৃষ্টির সম্ভাবনা বেড়ে হবে ৯০ শতাংশ। আর খেলা শুরু সন্ধে সাড়ে সাতটা থেকে। তার আগে হবে উদ্বোধনী অনুষ্ঠান। যা পরিস্থিতি তাতে বৃষ্টির সম্ভাবনা অনেকটাই। ফলে কত ওভার খেলা হবে বা আদৌ খেলা শুরু করাই যাবে কিনা তা নিয়ে রয়েছে বিরাট প্রশ্নচিহ্ন।
এমনিতেই যা পরিস্থিতি তাতে রামনবমীর জন্য ৬ এপ্রিল ইডেনে কলকাতা–লখনউ ম্যাচ গুয়াহাটিতে সরে যেতে পারে। কলকাতা পুলিশ জানিয়েছে, ৬ এপ্রিল ইডেন ম্যাচের জন্য পর্যাপ্ত পুলিশ দেওয়া সম্ভব নয়। তার উপর যদি এই শনিবারও বৃষ্টিতে ম্যাচ ভেস্তে যায়, তাহলে কলকাতাবাসীর জন্য সত্যিই তা খারাপ হবে।
