আজকাল ওয়েবডেস্ক: আইপিএলের সমাপ্তি হবে মঙ্গলবার। হবে জাঁকজমকপূর্ণ সমাপ্তি অনুষ্ঠান। যা শুরু হবে সন্ধে ৬টা থেকে।
আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে সমাপ্তি অনুষ্ঠানে গান গাইবেন শঙ্কর মহাদেবন। দেশাত্মবোধক গানের মাধ্যমে ভারতীয় সেনাদের কুর্নিশ জানানো হবে। ‘অপারেশন ‘সিঁদুর’ এ যাঁরা অংশ নিয়েছিলেন, মূলত তাঁদেরই জানানো হবে সম্মান। পহেলগাঁওয়ে জঙ্গি হানায় মৃতদেরও বিশেষ শ্রদ্ধা জানানো হবে। শঙ্কর মহাদেবনের সঙ্গে অনুষ্ঠানে থাকবেন তাঁর দুই ছেলে শিবম ও সিদ্ধার্থ।
এছাড়াও বিসিসিআইয়ের তরফে ভারতীয় সশস্ত্র বাহিনীর প্রধানদের সম্মান জানানোর কথা সমাপ্তি অনুষ্ঠানে। কিন্তু সেনাপ্রধানরা সম্ভবত আসবেন না।
সমাপ্তি অনুষ্ঠানের পর সন্ধে সাতটায় হবে টস। সাড়ে সাতটা থেকে শুরু হবে খেলা। লাইভ স্ট্রিমিং দেখা যাবে জিও হটস্টারে। এছাড়া টেলিভিশনে খেলা দেখা যাবে স্টার স্পোর্টসে।
ফাইনালে মুখোমুখি দুই দল আরসিবি ও পাঞ্জাব কিংস। কোনও দলই একবারও জিততে পারেনি আইপিএল। তাই এবার নতুন চ্যাম্পিয়ন পাবে আইপিএল। এর আগে ২০০৯, ২০১১ ও ২০১৬ সালে ফাইনালে উঠেছিল আরসিবি। কিন্তু একবারও জিততে পারেনি। অন্যদিকে পাঞ্জাব একবারই ফাইনালে উঠেছিল। ২০১৪ সালে। কিন্তু কলকাতার কাছে হারতে হয় তাদের।
