আজকাল ওয়েবডেস্ক:‌ ছুটি কাটিয়ে আলিবাগ থেকে মুম্বই ফিরলেন বিরাট কোহলি। পাপারাৎজিরা গেটওয়ে অফ ইন্ডিয়া জেটির সামনে বিরাটকে দেখতে পেয়েই ছবি তোলার জন্য মরিয়া হয়ে ওঠেন। মঙ্গলবার সকালে বিরাট মুম্বই ফেরেন। ঠিক একদিন আগে সোমবার আলিবাগে ছুটি কাটিয়ে মুম্বই ফিরেছিলেন অনুষ্কা। এদিকে, আর্কিটেকচারাল ডাইজেস্ট অনুযায়ী, কোহলি এবং অনুষ্কার আলিবাগের বাংলো (‌হলিডে হোমটি)‌ ফিলিপ ফুচের নেতৃত্বে স্টেফান আন্তোনি ওলমেসডাহল ট্রুয়েন আর্কিটেক্টস তৈরি করেছে।


জানা গেছে, ৮ একর জমির উপর বিরুষ্কার হলিডে হোমটি তৈরি করা হয়েছে। ২০২২ সালে ১৯ কোটি টাকায় এই সম্পত্তি কিনেছিলেন তাঁরা। ১০ হাজার বর্গফুট বিস্তৃত এই হলিডে হোমে রয়েছে তাপমাত্রা–নিয়ন্ত্রিত সুইমিং পুল। রয়েছে একটি অত্যাধুনিক রান্নাঘর। চারটি বাথরুম, একটি জ্যাকুজি। একটি বড় বাগান। রয়েছে পার্কিং লট, স্টাফ কোয়ার্টার ছাড়াও আরও অনেক কিছু। ইতালিয়ান মার্বেল, আদিম পাথর এবং তুর্কি চুনাপাথর দিয়ে তৈরি করা হয়েছে ভিলাটি। রিপোর্ট বলছে, ভিলাটি তৈরি করতে কোহলির খরচ হয়েছে প্রায় ১৩ কোটি টাকা। 


এটা ঘটনা বর্ডার গাভাসকার ট্রফির পর বিরুষ্কা লন্ডনে ছুটি কাটাচ্ছিলেন। তারপর চলে আসেন আলিবাগে। এই দম্পতি এখন মুম্বইয়ের স্থায়ী বাসিন্দা। থাকেন ৭,১৭১ স্কোয়ার ফুটের ফ্ল্যাটে। যার মূল্য ৩৪ কোটি টাকা। এছাড়া গুরুগ্রামে কোহলির ৮০ কোটির একটি বাংলো রয়েছে।