আজকাল ওয়েবডেস্ক: বিশ্বকাপ শুটিংয়ে পুরুষদের ১০ মিটার এয়ার পিস্তলে সোনা জিতলেন ভারতের সরবজোত সিং। জার্মানির মিউনিখে আয়োজিত শুটিং বিশ্বকাপে বৃহস্পতিবার সরবজোত ২৪২.৭ স্কোর করে সোনা জেতেন। ২৪২.৫ স্কোর করে রুপো পান চীনের শুয়াই হ্যাং। ব্রোঞ্জ পান জার্মানির রবিন ওয়াল্টার। তাঁর স্কোর ২২০।
