আজকাল ওয়েবডেস্ক:‌ জ্বলছে কেনিয়া। মূল্যবৃদ্ধি ও বেকারত্ব সমস্যা তো ছিলই। সঙ্গে প্রাকৃতিক দুর্যোগের জেরে দিশেহারা সাধারণ মানুষ। বাড়ছিল করের বোঝা। এই পরিস্থিতিতে মঙ্গলবার আগুন লাগিয়ে দেওয়া হয় কেনিয়ার সংসদের একাংশে। পুলিশের গুলিতে পাঁচ প্রতিবাদী মারা গেছেন। আহতের সংখ্যা দুশো ছাড়িয়েছে। এই পরিস্থিতিতে কেনিয়ায় বসবাসকারী ভারতীয়দের উদ্দেশে ভারতীয় দূতাবাসের তরফে সতর্কতা জারি করা হয়েছে। প্রয়োজন ছাড়া এক স্থান থেকে অন্যত্র যেতে নিষেধ করা হয়েছে তাঁদের। কেনিয়ার অবস্থিত ভারতীয় দূতাবাসের তরফে এক্স হ্যান্ডলে পোস্ট করে জানানো হয়েছে, ‘‌পরিস্থিতির কথা বিবেচনা করে কেনিয়ায় অবস্থিত ভারতীয়দের সাবধানে থাকার বার্তা দেওয়া হচ্ছে। জরুরি প্রয়োজন ছাড়া অন্যত্র যাবেন না। উত্তপ্ত এলাকা শান্ত না হওয়া অবধি এড়িয়ে চলুন। টাটকা আপডেটের জন্য খবরে নজর রাখুন।’‌