আজকাল ওয়েবডেস্ক:‌ সেপ্টেম্বরেই সম্ভবত হতে চলেছে বিসিসিআইয়ের নির্বাচন। বোর্ডের অন্দরে কান পাতলে এমনটাই শোনা যাচ্ছে। 


যা খবর চলতি মাসের শেষ দিকেই হতে চলেছে ভারতীয় ক্রিকেট বোর্ডের (‌বিসিসিআইয়ের)‌ নির্বাচন। সংবাদসংস্থার খবর ধরলে, তা আপাতত হচ্ছে লোধা আইন মেনে। কারণ, জাতীয় ক্রীড়া আইনের নিয়মকানুন ঠিক হতে এখনও সময় লাগবে। অত অপেক্ষা নাকি আর করতে ইচ্ছুক নয় ভারতীয় ক্রিকেট বোর্ড।

 

আরও পড়ুন:‌ সুহেলের দুরন্ত গোল, বাহরিনকে উড়িয়ে অনূর্ধ্ব ২৩ এশিয়ান কাপের যোগ্যতাঅর্জন পর্ব শুরু করল ভারত...

যার ফলে দু’একটা বিষয় হতে চলেছে। এক, নতুন প্রেসিডেন্ট খোঁজা। কারণ, রজার বিনির সত্তর বছর হয়ে গিয়েছে। লোধা আইনে তিনি আর প্রেসিডেন্ট পদে থাকতে পারবেন না। আপাতত কাজ চালাচ্ছেন রাজীব শুক্লা। তবে প্রশ্ন হল, কোন হেভিওয়েট ক্রিকেটারকে প্রেসিডেন্ট করা হবে? কারণ, বিনি ভারতের প্রথম বিশ্বজয়ী টিমের সদস্য ছিলেন। তাঁর আগে ছিলেন সৌরভ গাঙ্গুলি। যিনি দেশের সর্বকালের অন্যতম সেরা অধিনায়ক হিসেবে পরিচিত।


দুই, নতুন আইপিএল চেয়ারম্যান খোঁজা। কারণ, বর্তমান চেয়ারম্যান অরুণ ধুমলের ছ’বছর ক্রিকেট প্রশাসনে হয়ে যাচ্ছে। তাঁকে এবার বাধ্যতামূলক ‘কুলিং অফ’ পিরিয়ডে যেতে হবে। তাঁর জায়গায় আইপিএল চেয়ারম্যান হতে পারেন রাজীব শুক্লা বা এমসিএ–র প্রাত্তন সচিব সঞ্জয় নায়েক। শুক্লা যদি আইপিএল চেয়ারম্যান হয়ে যান, তাহলে তাঁর জায়গায় বিসিসিআই সহ–সভাপতি হতে পারেন বিহার ক্রিকেট সংস্থার প্রধান ও বিজেপি নেতা রাকেশ তিওয়ারি।


বিসিসিআইয়ের বর্তমান কমিটির মধ্যে সচিব দেবজিৎ সাইকিয়া, সহ–সচিব রোহন দেশাই এবং প্রভতেজ ভাটিয়া ছাড়া বাকি সকল সদস্যেরই কোনও না কোনও পরিবর্তন হবে। আপাতত বোর্ড থেকে পুরোপুরি বিদায় বিচ্ছেন রজার বিনি। আর কুলিং অফ পিরিয়ডে যাচ্ছেন অরুণ ধুমল।


সেপ্টেম্বরের শেষ দিকেই হবে বোর্ডের বার্ষিক সাধারণ সভা। সেখানেই হবে ভোটাভুটি। নির্বাচিত হবেন নতুন প্রেসিডেন্ট। 

এদিকে, এশিয়া কাপের আগে ফিটনেস টেস্ট হল ভারতীয় ক্রিকেটারদের। বর্তমানে টিম ইন্ডিয়ার প্লেয়ারদের ফিটনেস প্রসঙ্গে কথা উঠলেই ব্রঙ্কো টেস্টের কথা উঠে আসছে। ফিটনেস টেস্ট দিতে বিসিসিআইয়ের সেন্টার অফ এক্সেলেন্সে হাজির ভারতীয় ক্রিকেটাররা। রোহিত শর্মা থেকে অর্শদীপ সিং, সবাই বর্তমানে বেঙ্গালুরুতে। তবে জানা গিয়েছে, ক্রিকেটারদের ব্রঙ্কো‌ টেস্ট করা হয়নি। টিম ইন্ডিয়ার স্ট্রেন্থ অ্যান্ড কন্ডিশনিং কোচ আদ্রিয়ান লি রু এই টেস্ট চালু করার পরামর্শ দেন। কিন্তু রিপোর্ট অনুযায়ী, এবার ব্রঙ্কো টেস্টের মধ্যে দিয়ে যেতে হয়নি ভারতীয় ক্রিকেটারদের। শারীরিক চেকআপ, মোবিলিটি টেস্ট এবং ইয়ো ইয়ো টেস্ট হয়। কিন্তু কেন হল না ব্রঙ্কো‌ টেস্ট?


বোর্ডের এক সূত্র জানান, এশিয়া কাপ খেলতে দল দুবাইয়ে জমায়েত হওয়ার পর হতে পারে ব্রঙ্কো‌ টেস্ট। তিনি বলেন, 'এশিয়া কাপ খেলতে ভারতীয় দল দুবাইয়ে পৌঁছনোর আগে ব্রঙ্কো টেস্ট হতে পারে।' বুধবার রাতে দল দুবাইয়ের উদ্দেশে রওনা হবে। ৫ সেপ্টেম্বর থেকে আইসিসি অ্যাকাডেমিতে ট্রেনিং শুরু করবে টিম ইন্ডিয়া। যদি প্রয়োজন পড়ে দুবাইয়েই হবে ব্রঙ্কো টেস্ট। তবে এই টেস্ট কি দল বাছাইয়ে প্রভাব ফেলতে পারে? একেবারেই না। তবে বোর্ডের চুক্তিতে থাকা প্রত্যেক প্লেয়ারকে এই পরীক্ষা দিতে হবে।