ভারত ১  মালয়েশিয়া ১

আজকাল ওয়েবডেস্ক:‌ শুরুতেই গোল খেয়ে গেল ভারত। মঙ্গলবার ফিফা ফ্রেন্ডলিতে মুখোমুখি হয়েছে ভারত–মালয়েশিয়া। হায়দরাবাদের গাচ্চিবাউলি স্টেডিয়ামে শুরু হয়েছে ম্যাচ। কোচ মানোলো মার্কুয়েজের কোচিংয়ে এটি চতুর্থ ম্যাচ ভারতের। এর আগের তিনটি সাক্ষাতে মরিশাসের সঙ্গে গোলশূন্য ড্র করেছিল ভারত। সিরিয়ার কাছে ০–৩ হেরেছিল ইন্টার কন্টিনেন্টাল কাপে। আর ভিয়েতনামের সঙ্গে ফ্রেন্ডলি ম্যাচে করেছিল ১–১ ড্র। ভারতের কোচ হওয়ার পর এখনও জয়ের মুখ দেখেননি মানোলো।


সুনীল ছেত্রীর অবসরের পর ভারতীয় আক্রমণভাগকে ‘‌অনাথ’‌ দেখাচ্ছে। সোমবার প্রথম একাদশে রয়েছেন গোলে গুরপ্রীত সিং সান্ধু। অধিনায়ক সন্দেশ ঝিঙ্ঘান। এছাড়া প্রথম একাদশে আছেন রাহুল ভেকে, আনোয়ার আলি, সুরেশ সিং, ব্রেন্ডন ফার্নান্ডেজ, রোশন সিং, ইরফান ইয়াদ, ছাংতে, রালতে ও ফারুক চৌধুরি। ইস্টবেঙ্গলের ফুটবলার থাকলেও প্রথম একাদশে নেই মোহনবাগানের কোনও ফুটবলার। 


এদিকে খেলা শুরুর কয়েক মিনিটের মধ্যেই গোল হজম করে ফেলে ভারত। গুরপ্রীতের ভুলে গোল করে যান মালয়েশিয়ার পাওলো জোশুয়া। ৩৮ মিনিটে কর্ণার থেকে হেডে ভারতকে সমতায় ফেরান রাহুল ভেকে। প্রথমার্ধ শেষে খেলার ফল ১–১।