আজকাল ওয়েবডেস্ক:‌ টিম ইন্ডিয়ার অন্দরে দুশ্চিন্তার কালো মেঘ। সিডনিতে ফিল্ডিং করতে গিয়ে চোট পেলেন সহ অধিনায়ক শ্রেয়স আইয়ার। তখন ব্যাট করছিলেন অ্যালেক্স ক্যারি। বোলার হর্ষিত রানা। অস্ট্রেলিয়ার ইনিংসের ৩৪ তম ওভারের ঘটনা। ক্যারির শটটা উপরে উঠে গিয়েছিল। উল্টোদিকে বেশ কিছুটা ছুটে গিয়ে বলটি তালুবন্দি করেন শ্রেয়স। কিন্তু ভারসাম্য না রাখতে পেরে মাটিতে পড়ে যান। শ্রেয়সের কোমরের বাঁদিকে ভালই চোট লাগে। যদিও ক্যাচটি মিস করেননি তিনি। এরপরই মাঠ থেকে বেরিয়ে যান শ্রেয়স। 


শর্ট থার্ড ম্যানে ফিল্ডিং করছিলেন শ্রেয়স। বলটি ঠিকঠাক ব্যাটে বলে হয়নি ক্যারির। ব্যাটের কানায় লেগে বল উঁচুতে উঠে যায়। শ্রেয়স উল্টোদিকে দৌড়ে ক্যাচ ধরেন। কিন্তু বেশ জোরের সঙ্গেই তিনি মাটিতে পড়েন ও চোট পান। 


এরপর শ্রেয়সের শুশ্রুষার জন্য মাঠেই চলে আসেন ফিজিও। বেশ কিছুক্ষণ মাঠেই শুয়েছিলেন শ্রেয়স। খেলা ছিল বন্ধ। এরপর ফিজিওর সাহায্যে মাঠ থেকে বেরিয়ে যান শ্রেয়স। আর ফিল্ডিং করতে পারেননি। বাকি সময়টা ফিল্ডিং করেন যশস্বী জয়সওয়াল। 


ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে এখনও সরকারিভাবে শ্রেয়সের চোট নিয়ে কিছু বলা হয়নি। টিম ম্যানেজমেন্ট মনে করছে ব্যাট করতে সমস্যা হবে না শ্রেয়সের। চোট হয়ত গুরুতর নয়। 


প্রসঙ্গত এর আগেও কোমরে একাধিকবার চোট পেয়েছেন শ্রেয়স। এখন দেখার এবারের চোট কতটা গুরুতর। 

 

আরও পড়ুন:‌ চার উইকেট নিয়ে গম্ভীরের মান রাখলেন হর্ষিত, ভাল শুরু করেও অজিরা থেমে গেল ২৩৬ রানে


এদিকে, গম্ভীরের মান রাখলেন হর্ষিত রানা। সিডনিতে নিলেন চার উইকেট। ৮.‌৪ ওভার হাত ঘুরিয়ে চার উইকেট তুলে নিলেন হর্ষিত। রান দিয়েছেন ৩৯। তাঁর শিকারের তালিকায় অ্যালেক্স ক্যারি, কুপার কনোলি, মিচেল ওয়েন ও জশ হ্যাজলেউড। 


ভাল শুরু করেও অস্ট্রেলিয়া থেমে গেল ২৩৬ রানে। খেলতে পারল না পুরো ওভারও। ৪৬.‌৩ ওভারেই শেষ মার্শদের ইনিংস। 


শুরুটা কিন্তু ভালই করেছিলেন মিচেল মার্শ ও ট্রাভিস হেড। শুরুর দু’‌ওভার দেখে নিয়ে এরপর চালাতে শুরু করেন মার্শ ও হেড। কিন্তু দলীয় ৬১ রানের মাথায় ফিরে যান হেড (‌২৯)‌। মার্শ (‌৪১)‌ যখন ফেরেন তখন রান ৮৮। অ্যাডিলেডে ৪১ করা ম্যাথু শর্ট (‌৩০)‌ রান পাননি। দলের হাল ধরেন ম্যাট রেনশ (‌৫৬)‌ ও অ্যালেক্স ক্যারি (‌২৪)‌। কিন্তু রেনশ ফিরতেই তাসের ঘরের মতো ভেঙে পড়ল অজিদের ইনিংস। ১৯৫/‌৫ থেকে ২৩৬ রানে শেষ হয়ে যায় অজিদের ইনিংস।


ভারতীয় বোলারদের মধ্যে সফল বোলার রানা। নিয়েছেন চার উইকেট। ওয়াশিংটন সুন্দর পেলেন দুটি উইকেট। একটি করে উইকেট পান সিরাজ, কৃষ্ণা, কুলদীপ ও অক্ষর প্যাটেল।