আজকাল ওয়েবডেস্ক:‌ অস্ট্রেলিয়া সফরে গিয়ে ভারতীয় দল দু’‌দিনের একটি দিন রাতের প্রস্তুতি ম্যাচ খেলবে। গোলাপি বলে টেস্টের কথা ভেবেই এই সিদ্ধান্ত। 
এবারই প্রথম বর্ডার–গাভাসকার ট্রফিতে পাঁচটি টেস্ট হবে। প্রথম টেস্ট হবে পার্থে। শুরু ২২ নভেম্বর। তারপর একটি দিন রাতের প্রস্তুতি ম্যাচ খেলবে ভারত। ৩০ নভেম্বর থেকে ১ ডিসেম্বর অবধি দু’‌দিনের খেলাটি হবে মানুকা ওভালে। প্রধানমন্ত্রী একাদশের বিরুদ্ধে খেলবে টিম ইন্ডিয়া।



প্রসঙ্গত, ১৯৯১–৯২ সালের পর এই প্রথম দুই দেশ পাঁচ টেস্টের সিরিজ খেলতে চলেছে। তার মধ্যে দ্বিতীয় টেস্টটি অ্যাডিলেডে হবে দিন–রাতের। তার আগে ভারত দিন রাতের প্রস্তুতি ম্যাচটি খেলবে।
এটা ঘটনা ২০২০–২১ সালে অস্ট্রেলিয়া সফরে গিয়ে অ্যাডিলেডে ভারত দিন রাতের টেস্টে মাত্র ৩৬ রানে অলআউট হয়ে গিয়েছিল। আবারও এটাও ঘটনা, অস্ট্রেলিয়ায় শেষ দুটি বর্ডার–গাভাসকার ট্রফি জিতেছে ভারত।