আজকাল ওয়েবডেস্ক: আফগানিস্তানের বিরুদ্ধে তিন ম্যাচের টি২০ সিরিজেও খেলতে পারবেন না হার্দিক পাণ্ডিয়া। সূত্রের খবর এমনই। বিশ্বকাপে বাংলাদেশ ম্যাচে বল আটকাতে গিয়ে গোড়ালিতে চোট পান হার্দিক। ছিটকে যান বিশ্বকাপ থেকে। তারপর থেকে সুস্থ হওয়ার লড়াই চালিয়ে যাচ্ছেন হার্দিক। ঘরের মাঠে অস্ট্রেলিয়া, তারপর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি২০ সিরিজে দলকে নেতৃত্ব দেন সূর্যকুমার। এখন যা খবর, তাতে একেবারে আইপিএলে সুস্থ হয়ে ফিরবেন হার্দিক। প্রসঙ্গত, গত টি২০ বিশ্বকাপের পর হার্দিককেই পরবর্তী টি২০ অধিনায়ক ধরে এগোচ্ছিল বিসিসিআই। একাধিক সিরিজে তিনি নেতৃত্বও দেন। সফলও হয়েছেন। কিন্তু চোটটাই সব ওলটপালট করে দিল।
এদিকে আগামী বছরের জুনে ওয়েস্ট ইন্ডিজ ও আমেরিকায় বসবে টি২০ বিশ্বকাপের আসর। তার আগে ভারত প্রস্তুতির জন্য পাবে মাত্র তিনটে টি২০ ম্যাচ। আফগানিস্তানের বিরুদ্ধে ঘরের মাঠে সেই সিরিজ চলবে ১১–১৭ জানুয়ারি। তারপর ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ। তারপরেই শুরু হবে আইপিএল। তাই ভারতের হাতে কুড়ি–বিশের বিশ্বকাপের আগে প্রস্তুতির সুযোগ বেশ কম। আইপিএলকেই ক্রিকেটাররা বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে কাজে লাগাবেন।
প্রসঙ্গত, টি২০ বিশ্বকাপে রোহিত খেলবেন কিনা নিশ্চিত নয়। খেললেও অধিনায়ক থাকবেন কিনা তাও অনিশ্চিত। কারণ ইতিমধ্যেই রোহিতকে সরিয়ে মুম্বই ইন্ডিয়ান্স হার্দিককে অধিনায়ক নির্বাচিত করেছে। তাই হার্দিক শেষ অবধি আফগানিস্তান সিরিজ খেলতে না পারলে বিসিসিআইকে ‘প্ল্যান বি’ ভাবতে হতে পারে।
এদিকে আগামী বছরের জুনে ওয়েস্ট ইন্ডিজ ও আমেরিকায় বসবে টি২০ বিশ্বকাপের আসর। তার আগে ভারত প্রস্তুতির জন্য পাবে মাত্র তিনটে টি২০ ম্যাচ। আফগানিস্তানের বিরুদ্ধে ঘরের মাঠে সেই সিরিজ চলবে ১১–১৭ জানুয়ারি। তারপর ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ। তারপরেই শুরু হবে আইপিএল। তাই ভারতের হাতে কুড়ি–বিশের বিশ্বকাপের আগে প্রস্তুতির সুযোগ বেশ কম। আইপিএলকেই ক্রিকেটাররা বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে কাজে লাগাবেন।
প্রসঙ্গত, টি২০ বিশ্বকাপে রোহিত খেলবেন কিনা নিশ্চিত নয়। খেললেও অধিনায়ক থাকবেন কিনা তাও অনিশ্চিত। কারণ ইতিমধ্যেই রোহিতকে সরিয়ে মুম্বই ইন্ডিয়ান্স হার্দিককে অধিনায়ক নির্বাচিত করেছে। তাই হার্দিক শেষ অবধি আফগানিস্তান সিরিজ খেলতে না পারলে বিসিসিআইকে ‘প্ল্যান বি’ ভাবতে হতে পারে।
