আজকাল ওয়েবডেস্ক: হাতের বুড়ো আঙুলে চোট লেগেছে। যা বেশ গুরুতর। তাই বেশ কিছুদিন মাঠের বাইরে থাকতে হবে। ফলে ইংল্যান্ড সফর থেকে ছিটকে গেলেন কলকাতা নাইট রাইডার্সের তরুণ ব্যাটার অঙ্গকৃশ রঘুবংশী। তবে কেকেআরের তরুণ ব্যাটারের পরিবর্ত হিসাবে এখনও কারও নাম ঘোষণা করেনি মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশন (এমসিএ)।
প্রসঙ্গত, তরুণ ক্রিকেটারদের ইংল্যান্ড সফরে পাঠিয়েছে মুম্বই ক্রিকেট সংস্থা। এক মাসের সফরের দলে ছিলেন তরুণ ওপেনার অঙ্গকৃশ রঘুবংশী। কিন্তু আঙুলের চোটের জন্য তিনি ইংল্যান্ড থেকে ফিরে আসছেন মুম্বই এমার্জিং টিমে না থেকে। গত ২৮ জুন অনুশীলনে তাঁর আঙুলের হাড় ভেঙে যায়। চিকিৎসার জন্য প্রস্তুতি শিবির থেকে তিনি বাড়ি ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। জানা গিয়েছে, চোট সারিয়ে মাঠে ফিরতে তাঁর কয়েক সপ্তাহ সময় লাগবে। স্বভাবতই রঘুবংশী ইংল্যান্ডে খেলতে পারবেন না।
জানা গেছে, ইংল্যান্ড সফরে মুম্বই এমার্জিং দলকে নেতৃত্ব দেবেন সূর্যাংশ শেডগে। রঘুবংশীর পরিবর্ত হিসাবে কে ইংল্যান্ডে যাবেন, তা এখনও জানায়নি মুম্বই ক্রিকেট সংস্থা। তরুণ ক্রিকেটারদের অভিজ্ঞতা অর্জনের সুযোগ দিতে এই সফরের ব্যবস্থা করেছেন মুম্বইয়ের ক্রিকেট কর্তারা। মুম্বইয়ের হয়ে রঞ্জি ট্রফি খেলা কয়েক জন তরুণ ক্রিকেটারও আছেন এই দলে।
২৮ জুন লম্বা ট্যুরে ইংল্যান্ড সফরে গেছে তরুণ ক্রিকেটারদের এই দল। এখনও অবধি অঙ্গকৃশ কেকেআরের হয়ে খেলেছেন ২২ ম্যাচ। ২৯ ব্যাটিং গড়ে করে ফেলেছেন ৪৬৩ রান।
আরও পড়ুন: ফেডারেশনের রায় গেল বদলে, ইন্টার কাশীকেই আই লিগ চ্যাম্পিয়ন ঘোষণা করল আন্তর্জাতিক ক্রীড়া আদালত ...
এদিকে ভারতীয় ক্রিকেট দলও ইংল্যান্ড সফর করছে। ইতিমধ্যেই তিনটি টেস্ট হয়ে গিয়েছে। ভারতীয় দল সিরিজে ১–২ ব্যবধানে পিছিয়ে আছে।
তাই প্রশ্ন উঠছে বুমরা ম্যাঞ্চেস্টার টেস্ট খেলবেন কিনা তা নিয়ে। আগেই বলা হয়েছিল ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কথা ভেবে বুমরাকে তিনটির বেশি টেস্ট খেলানো হবে না। ইতিমধ্যেই দুটি টেস্ট খেলে ফেলেছেন বুমরা। যা পরিস্থিতি তাতে অতি গুরুত্বপূর্ণ হয়ে ওঠা ম্যাঞ্চেস্টার টেস্টে বুমরা খেলবেন কিনা তা এখনই বলা যাচ্ছে না। তবে তৃতীয় ও চতুর্থ টেস্টের মধ্যে অনেকটা গ্যাপ থাকায় মনে করা হচ্ছে, ম্যাঞ্চেস্টারে বুমরাকে খেলানো হলেও হতে পারে।
এদিকে ২৩ জুলাই থেকে শুরু হবে ম্যাঞ্চেস্টার টেস্ট। প্রথম একাদশে একাধিক বদলের সম্ভাবনা। করুণ নায়ারকে বসানো হতে পারে। সাই সুদর্শনকে ফেরানো হতে পারে। ওয়াশিংটন সুন্দরকেও বসানো হতে পারে। চলতি সিরিজে প্রথমবার খেলতে পারেন কুলদীপ যাদব। আবার অভিমন্যু ঈশ্বরনের খেলার সুযোগও রয়েছে।
তবে সবচেয়ে বড় প্রশ্ন বুমরার খেলা না খেলা নিয়ে। যা পরিস্থিতি তাতে ম্যাঞ্চেস্টারে বুমরাকে খেলানো উচিত বলেই মনে করছে ক্রিকেট মহল। কারণ দল সিরিজে পিছিয়ে। তার উপর ম্যাঞ্চেস্টার টেস্টের আগে বেশ কিছুদিনের বিরতিও রয়েছে।
এদিকে বুমরার পাশাপাশি এখন মহম্মদ সিরাজের ওয়ার্কলোড ম্যানেজমেন্ট নিয়েও আলোচনা শুরু হয়েছে। টিম ম্যানেজমেন্ট দেরিতে হলেও বুঝতে পারছে শুধু জসপ্রীত বুমরা নন, মহম্মদ সিরাজেরও ওয়ার্কলোড ম্যানেজমেন্ট প্রয়োজন। টিম ইন্ডিয়ার সহকারী কোচ রায়ান টেন ডশকাটে বলে দিয়েছেন, ‘মহম্মদ সিরাজের মতো বোলার থাকাটা সৌভাগ্যের। তবে ওর ওয়ার্কলোডটাও সযত্নে ম্যানেজ করতে হবে আমাদের।’
