আজকাল ওয়েবডেস্ক:‌ বর্ডার গাভাসকার ট্রফিতে হার। কিন্তু ব্যর্থতা ভুলে সামনের দিকে তাকাতে চাইছে ভারতীয় দল। সামনেই ঘরের মাঠে ইংল্যান্ড। তারপর রয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফি। শীঘ্রই হবে দল নির্বাচন। সম্ভবত একসঙ্গেই ইংল্যান্ড সিরিজ ও চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা করতে পারে বিসিসিআই।


সূত্রের খবর, বেশ কিছু বড় তারকা ইংল্যান্ড সিরিজ বা চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে বাদ পড়তে পারেন। আবার অনেক চমকও থাকতে পারে বেশ কিছু নির্বাচনে। 
চ্যাম্পিয়ন্স ট্রফিতে সুযোগ পেতে পারেন যশস্বী জয়সোয়াল। আবার বাদ পড়তে পারেন লোকেশ রাহুল, রবীন্দ্র জাদেজার মতো ক্রিকেটাররা। ‘‌চোট’‌ থাকায় প্রশ্নচিহ্ন রয়েছে মহম্মদ সামিকে নিয়েও। এদিকে চ্যাম্পিয়ন্স ট্রফিই সম্ভবত শেষ আইসিসি টুর্নামেন্ট হতে চলেছে রোহিত ও বিরাটের। কারণ টি২০ আন্তর্জাতিক থেকে এই দুই ক্রিকেটার অবসর নিয়েছে। আর ২০২৭ সালে বিশ্বকাপ ছাড়াও থাকছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল। এই দুই টুর্নামেন্টে বিরাট বা রোহিতের না থাকার সম্ভাবনাই বেশি। তবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে এই দুই তারকা থাকবেন। রোহিতের সঙ্গে সম্ভবত ওপেন করবেন গিল। আর তিনে যাবেন বিরাট।


বিজিটি–তে ব্যর্থতার পর সব নজর এখন ফেব্রুয়ারির ১৯ থেকে ৯ মার্চের চ্যাম্পিয়ন্স ট্রফিতে। তার আগে ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচটি টি২০ ও তিনটি ওয়ানডে ম্যাচ খেলবে ভারত। এই সিরিজে দলে একাধিক পরীক্ষানিরীক্ষা হতে পারে। তবে বুমরা যে ইংল্যান্ড সিরিজে নেই এটা নিশ্চিত হয়ে গেছে। এখন দেখার চোট সারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ফিরতে পারেন কিনা এই পেসার।