আজকাল ওয়েবডেস্ক:‌ মেলবোর্ন টেস্টে হেরে ভারত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে থাকল তিন নম্বরেই। অস্ট্রেলিয়া দুইয়ে। আর শীর্ষে দক্ষিণ আফ্রিকা। ইতিমধ্যেই যারা ফাইনালে চলে গেছে।


মেলবোর্ন টেস্ট জিতে অস্ট্রেলিয়ার এখন পয়েন্ট ৫৮.‌৮৯। আর ভারতের পয়েন্ট ৫৫.‌৮৯। চলতি সিরিজে আর একটিই টেস্ট বাকি। ৩ জানুয়ারি টেস্ট শুরু সিডনিতে।


ভারতের ফাইনালে যাওয়ার সম্ভাবনা শেষই বলা যায়। যদি বা কিন্তুর মধ্যে প্রথম কাজ ভারতকে সিডনিতে জিততেই হবে। তাহলে সিরিজের ফল হবে ২–২। আর অস্ট্রেলিয়ার দুই টেস্টের সিরিজ বাকি শ্রীলঙ্কার বিরুদ্ধে। সেই সিরিজে একটিও টেস্ট জেতা চলবে না অস্ট্রেলিয়ার। সিরিজটি ড্র হলেও অস্ট্রেলিয়া চলে যাবে ফাইনালে। শ্রীলঙ্কা ১–০ বা ২–০ ব্যবধানে সিরিজ জিতলে ভারতের সম্ভাবনা থাকবে ফাইনালে যাওয়ার। তবে সিডনিতে সবার আগে জিততে হবে।


তবে অস্ট্রেলিয়াকে সিরিজ খেলতে যেতে হবে শ্রীলঙ্কায়। সেখানে স্পিনিং ট্রাক থাকবে। আর ভারত সিডনিতে জিতলে পয়েন্ট হবে ৫৫.‌২৬। 


যা পরিস্থিতি তাতে দক্ষিণ আফ্রিকার সঙ্গে অস্ট্রেলিয়ারই ফাইনালে খেলার সম্ভাবনা। এর আগের ফাইনাল জিতেছিল অস্ট্রেলিয়াই। ভারতকে হারিয়ে। আর প্রথম বার জিতেছিল নিউজিল্যান্ড। সেবারও ফাইনালে হেরেছিল ভারত। তবে টানা তৃতীয় বার আর হয়ত ফাইনালে ওঠা হল না ভারতের।