আজকাল ওয়েবডেস্ক:‌ মেলবোর্ন টেস্টে অনিশ্চিত ট্রাভিস হেড?‌ বক্সিং ডে টেস্ট শুরু হবে ২৬ ডিসেম্বর। কিন্তু সোমবার অস্ট্রেলিয়ার নেট সেশনে ছিলেন না ভারতের মাথাব্যাথার কারণ হয়ে ওঠা হেড। 


প্রসঙ্গত, ব্রিসবেন টেস্টের দ্বিতীয় ইনিংসে ব্যাট করার সময় সামান্য খোঁড়াতে দেখা গিয়েছিল হেডকে। যার ফলে তিনি ফিল্ডিং করতেও নামেননি। যদিও খেলা শেষে হেড জানিয়েছিলেন, সামান্য বিষয়। আমি সুস্থ আছি। 


যদিও অস্ট্রেলিয়ার সোমবারের অনুশীলন ছিল অপশনাল। মঙ্গলবার অনুশীলন করবে অস্ট্রেলিয়া। তাই ওই দিনই হেডকে সুস্থতার প্রমাণ দিতে হবে। 


এটা ঘটনা সিরিজের শুরু থেকেই ভারতকে জ্বালিয়ে মারছেন হেড। তিন টেস্টে করে ফেলেছেন ৪০৯ রান। রয়েছে দুটি শতরান। গড় ৮১.‌৮০। সিরিজে হেডই সর্বোচ্চ রান সংগ্রাহক। 
এডিলেডে ১৪০ করেছিলেন হেড। ব্রিসবেনে ১৫২। দুটো শতরানই এসেছিল রীতিমতো দাপট রেখে। 


এদিকে, ঐচ্ছিক হলেও এদিন অনুশীলনে ছিলেন স্টিভ স্মিথ। তিনি ব্রিসবেনে শতরান করেছিলেন। দীর্ঘক্ষণ থ্রোডাউন করতে দেখা যায় স্মিথকে। অনুশীলনে ছিলেন মার্নাস লাবুসেন ও উসমান খোওয়াজা। এই দুই ব্যাটারও রানের মধ্যে নেই। তিন টেস্টে লাবুসেন করেছেন মাত্র ৮২। রয়েছে একটি অর্ধশতরান। আর খোওয়াজা করেছেন ৬৩।