আজকাল ওয়েবডেস্ক:‌ মিরাজ গ্রুপের অভিনব উদ্যোগ। র‌্যাডিসন হোটেল গ্রুপের সহযোগিতায় ২০২৫ সালেই ভারতে তৈরি হতে চলেছে স্টেডিয়াম কাম হোটেল। রাজস্থানের নাথওয়াড়ায় মদন পালিওয়াল স্পোর্টস সিটিতে গড়ে উঠতে চলেছে এই স্টেডিয়াম হোটেল।


উন্নতমানের ও সেরা পরিকাঠামো থাকবে এই স্টেডিয়াম হোটেলে। এটাই হতে চলেছে ভারতের সর্ববৃহৎ স্টেডিয়াম হোটেল। হোটেলের ঘরে বসেই উপভোগ করা যাবে ক্রিকেট ও ফুটবল ম্যাচ। থাকছে ২৩৪টি দুর্দান্ত ঘর। তার মধ্যে ৭৫ শতাংশ ঘর থেকেই লাইভ ম্যাচ উপভোগ করতে পারবেন অতিথিরা।


খেলাপ্রেমী ও ভ্রমণপিপাসু মানুষদের কথা মাথায় রেখেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। জানা গেছে গোটা উদ্যোগের পেছনে রয়েছেন মিরাজ গ্রুপের মদন পালিওয়াল। র‌্যাডিসন হোটেল গ্রুপের সহযোগিতায় এই স্টেডিয়াম হোটেলের কাজ সম্পন্ন করা হচ্ছে। একবার নির্মাণকাজ সম্পন্ন হলেই রাজস্থানের প্রতি পর্যটকদের আকর্ষণ আরও বেড়ে যাবে।


প্রসঙ্গত, পর্যটকদের যাবতীয় সুযোগ সুবিধার দিকেই নজর রেখেই এই স্টেডিয়াম হোটেল তৈরি করা হচ্ছে। পাশাপাশি এটাও ঘটনা, এখানে থাকার পাশাপাশি খেলা দেখার সুযোগ থাকায় গাঁটের কড়িও খরচ করতে হবে যথেষ্টই।