আজকাল ওয়েবডেস্ক:‌ চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে পাকিস্তানকে কোনওভাবেই দেখছেন না ২০১১ বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের সদস্য জাহির খান। তাঁর মতে, ধারাবাহিকতার অভাবই পাকিস্তানকে সেমিফাইনালে উঠতে দেবে না। প্রসঙ্গত, ২০১৭ সালে ভারতকে ফাইনালে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল পাকিস্তান। এবার তারা আয়োজক দেশ। কিন্তু আয়োজকদের এবার শেষ চারেই দেখছেন না জাহির।


প্রসঙ্গত, আয়োজক পাকিস্তান হলেও টুর্নামেন্ট এবার হবে হাইব্রিড মডেলে। পাকিস্তানে খেলা হবে করাচি, লাহোর এবং রাওয়ালপিন্ডিতে। আর ভারত খেলবে দুবাইয়ে। এমনকী ভারত সেমিফাইনাল ও ফাইনালে উঠলে খেলা হবে দুবাইয়ে। 


জাহির খান জানিয়েছেন, শেষ চারে তিনি দেখছেন অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ভারত ও নিউজিল্যান্ডকে। অর্থাৎ জস বাটলারদেরও তিনি শেষ চারে দেখছেন না। জাহিরের কথায়, ‘‌ভারতের সেমিফাইনালে যাওয়া নিয়ে কোনও সন্দেহ নেই। এর পাশাপাশি অস্ট্রেলিয়াকে দেখছি শেষ চারে। আর আইসিসি টুর্নামেন্টে নিউজিল্যান্ড বরাবরই ভাল খেলে। তাই ওদেরই দেখছি। আর দেখছি দক্ষিণ আফ্রিকাকে। সাদা বলের ক্রিকেটে প্রোটিয়ারাও অনেক উন্নতি করেছে।’‌ 


এরপরই জাহিরের সংযোজন, ‘‌পাকিস্তান মোটেও ধারাবাহিক নয়। তাই বাবরদের শেষ চারে যাওয়ার সম্ভাবনা নেই।’‌