আজকাল ওয়েবডেস্ক: সিরিজে সমতা ফেরাতে হলে ভারতকে করতে হবে ৩৫৯। পুণে টেস্টে নিউজিল্যান্ডের দ্বিতীয় ইনিংস থামল ২৫৫ রানে। টম লাথাম দ্বিতীয় দিন করেছিলেন ৮৬। এদিন ৪৮ রানে অপরাজিত থাকেন গ্লেন ফিলিপস। ৪১ রান করেন টম ব্লান্ডেল। জাদেজা নিলেন তিন উইকেট। ওয়াশিংটন সুন্দরের ঝুলিতে চার উইকেট। ম্যাচে ১১ উইকেট পেলেন সুন্দর। অশ্বিন নিয়েছেন দুটি।
প্রথম ইনিংসে নিউজিল্যান্ডের ২৫৯ রানের জবাবে ভারত তুলেছিল মাত্র ১৫৬। তখনই ১০৩ রানে এগিয়ে ছিল কিউয়িরা। এরপর দ্বিতীয় ইনিংসে কিউয়িরা তুলে ফেলল ২৫৫। দ্বিতীয় দিনের খেলার শেষে কিউয়িদের পাঁচ উইকেট পড়েছিল। রান উঠেছিল ১৯৮। এদিন আরও ৫৭ রান যোগ করে কিউয়িরা। এদিন দলীয় ২৩১ রানের মাথায় পড়ে কিউয়িদের ষষ্ঠ উইকেট। আউট হন ব্লান্ডেল। তাঁকে বোল্ড করেন জাদেজা। এরপরই ভেঙে পড়ে কিউয়ি ইনিংস। স্যান্টনার ও আজাজ প্যাটেলও জাদেজার শিকার। এদিনের পাঁচ উইকেটের মধ্যে তিনটি নেন জাড্ডু। একটি অশ্বিন। আর একটি রান আউট।
বেঙ্গালুরু টেস্টে হেরে ব্যাকফুটে রয়েছে ভারত। তিন টেস্টের সিরিজে পুণেতে হারলেই সিরিজ হারতে হবে রোহিত বাহিনীকে। এখন দেখার ভারত কতটা লড়াই দেয়।
