আজকাল ওয়েবডেস্ক: ভারতীয় টি২০ দলের নতুন অধিনায়ক করা হয়েছে সূর্যকুমার যাদবকে। অথচ টি২০ বিশ্বকাপে ভারতীয় দলের সহ অধিনায়ক ছিলেন হার্দিক পাণ্ডিয়া। তাই অনেকেই ভেবেছিলেন রোহিত টি২০ আন্তর্জাতিক থেকে অবসরের পর সম্ভবত হার্দিককেই অধিনায়ক করা হবে। কিন্তু ফিটনেসের অভাবের কারণ দেখিয়ে হার্দিককে বাতিল করে অধিনায়ক করা হয়েছে সূর্যকে। এই যুক্তিই দেখিয়েছিলেন জাতীয় নির্বাচক কমিটির চেয়ারম্যান অজিত আগরকার। যদিও এই যুক্তি মানতে পারছেন না ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার কৃষ্ণমাচারি শ্রীকান্ত।
তিনি বলেছেন, ‘আমার মনে হয় ড্রেসিংরুমের থেকে তথ্য নিয়েই এই সিদ্ধান্তটা নেওয়া হয়েছে। আর আইপিএলের ব্যর্থতাই রয়েছে এর পিছনে। তবে ফিটনেসের কথাটা মানতে পারব না। মুম্বই ব্যর্থ হলেও হার্দিক গোটা আইপিএল খেলেছে। বোলিংও করেছে। তবে পারফর্ম করতে পারেনি আইপিএলে। মুম্বইও প্লে–অফে উঠতে ব্যর্থ। কিন্তু এই হার্দিকই বিশ্বকাপে সহ অধিনায়ক ছিল। পারফর্ম করেছে। তাই ফিটনেসের কথাটা মানতে পারব না।’ তবে শ্রীকান্ত এটা মেনে নিয়েছেন যে সূর্যর মধ্যে ভাল অধিনায়ক হয়ে ওঠার যোগ্যতা রয়েছে।
শ্রীকান্তের কথায়, ‘সূর্য আগে অধিনায়কত্ব করেছে। ভাল অধিনায়ক হয়ে ওঠার সব গুণ ওর মধ্যে রয়েছে। তাছাড়া সূর্য ভাল মানুষ। ওকে পছন্দ করি। হার্দিককেও। কিন্তু হার্দিককে অধিনায়ক না করার যে কারণ দেখানো হয়েছে, তা মানা যায় না।’ এরপরই তিনি বলেছেন, ‘আমিও নির্বাচক কমিটির চেয়ারম্যান ছিলাম। ক্রিকেটারদের বেছে নিয়েছি। অনেককে বাদও দিয়েছি। তার জন্য সমালোচনা শুনতে হয়েছে। আমি যে সঠিক ছিলাম তা বলছি না। ভুল করেছি আমিও। কিন্তু এই বিষয়ে সঠিক ব্যাখ্যা দেওয়া উচিত ছিল। এই ব্যাখ্যায় আমি সন্তুষ্ট নই।’
তিনি বলেছেন, ‘আমার মনে হয় ড্রেসিংরুমের থেকে তথ্য নিয়েই এই সিদ্ধান্তটা নেওয়া হয়েছে। আর আইপিএলের ব্যর্থতাই রয়েছে এর পিছনে। তবে ফিটনেসের কথাটা মানতে পারব না। মুম্বই ব্যর্থ হলেও হার্দিক গোটা আইপিএল খেলেছে। বোলিংও করেছে। তবে পারফর্ম করতে পারেনি আইপিএলে। মুম্বইও প্লে–অফে উঠতে ব্যর্থ। কিন্তু এই হার্দিকই বিশ্বকাপে সহ অধিনায়ক ছিল। পারফর্ম করেছে। তাই ফিটনেসের কথাটা মানতে পারব না।’ তবে শ্রীকান্ত এটা মেনে নিয়েছেন যে সূর্যর মধ্যে ভাল অধিনায়ক হয়ে ওঠার যোগ্যতা রয়েছে।
শ্রীকান্তের কথায়, ‘সূর্য আগে অধিনায়কত্ব করেছে। ভাল অধিনায়ক হয়ে ওঠার সব গুণ ওর মধ্যে রয়েছে। তাছাড়া সূর্য ভাল মানুষ। ওকে পছন্দ করি। হার্দিককেও। কিন্তু হার্দিককে অধিনায়ক না করার যে কারণ দেখানো হয়েছে, তা মানা যায় না।’ এরপরই তিনি বলেছেন, ‘আমিও নির্বাচক কমিটির চেয়ারম্যান ছিলাম। ক্রিকেটারদের বেছে নিয়েছি। অনেককে বাদও দিয়েছি। তার জন্য সমালোচনা শুনতে হয়েছে। আমি যে সঠিক ছিলাম তা বলছি না। ভুল করেছি আমিও। কিন্তু এই বিষয়ে সঠিক ব্যাখ্যা দেওয়া উচিত ছিল। এই ব্যাখ্যায় আমি সন্তুষ্ট নই।’
