আজকাল ওয়েবডেস্ক:‌ ক্রিকেট খেলতে গিয়ে ভালই বেতন বেড়েছে বরুণ চক্রবর্তীর। টিম ইন্ডিয়া ও কেকেআরের এই মিস্ট্রি স্পিনার রবিচন্দ্রন অশ্বিনকে জানিয়েছেন, ক্রিকেট খেলতে গিয়ে তাঁর বেতন বেড়েছে ৪২ শতাংশ। আগে যেখানে দিন প্রতি তিনি ৬০০ টাকা করে পেতেন, সেখানে এখন পান ২৬,০০০ টাকা।
চার বছর আগে ভারতীয় দলে অভিষেক হয়েছে ৩৩ বছর বয়সি বরুণের। ক্রিকেটের আগে যে যে পেশায় তিনি ছিলেন সেখানে তিনি কত বেতন পেতেন? অশ্বিনের ইউটিউব চ্যানেলে বরুণ সে বিষয়ে মুখ খুলেছেন। তিনি বলেন, ‘‌কলেজ শেষ করার পর দেড় বছর একটা সংস্থায় চাকরি করতাম। মাসে ১৪ হাজার টাকায় শুরু হয়েছিল। ছাড়ার সময় মাসে ১৮ হাজার টাকা করে পেতাম। তার পর কিছু দিন গিটার শিখেছিলাম। ৬•৮ মাস পর সেটাও বন্ধ করে দিয়েছিলাম। বেশি দিন কিছুই ভাল লাগত না। তখন আমার ২৪-২৫ বছর বয়স।’‌ 


চাকরি ছাড়ার পর অভিনয় জগতের সঙ্গে যুক্ত হয়েছিলেন বরুণ। প্রথমে নিজে অভিনয় করেছিলেন। পরে পরিচালনাও করেছিলেন। বরুণ বলেন, ‘‌আমার কয়েক জন বন্ধু অভিনয় জগতের সঙ্গে যুক্ত। ওদের হাত ধরেই সেখানে যাই। কয়েকটা ছবিতে জুনিয়র আর্টিস্টের কাজ পাই। দিনে ৬০০ টাকা করে পেতাম। সহকারী পরিচালকের কাজ করেছি। কয়েকটা স্বল্পদৈর্ঘ্যের ছবি পরিচালনাও করেছি। তবে কোনও দিনই বেশি টাকা রোজগার করতে পারিনি।’‌ 


তখন শুধু টেনিস বলে ক্রিকেট খেলতেন বরুণ। সেখান থেকেই ধীরে ধীরে আইপিএলের দলে সুযোগ পান তিনি। তবে বরুণের উত্থান কলকাতা নাইট রাইডার্সে। আইপিএলের এই দল তাঁর উপর ভরসা রেখেছে। ভাল খেলার পুরস্কার পেয়েছেন তিনি। সুযোগ পেয়েছেন ভারতের টি২০ ও এক দিনের দলেও। ভারতের হয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিও জিতেছেন বরুণ।


এখন দিনে কত টাকা তাঁর বেতন? সেই প্রশ্নও বরুণকে করেছিলেন অশ্বিন। জবাবে বরুণ বলেন, ‘‌দিনপ্রতি হিসাব করলে এখন আমার বেতন প্রায় ২৬ হাজার টাকা।’‌ তা শুনে অশ্বিন বলেন, ‘‌তাহলে তোমার বেতন ৪২ শতাংশ বেড়েছে।’‌