আজকাল ওয়েবডেস্ক:‌ অলিম্পিক চ্যাম্পিয়ন বেলজিয়ামের কাছে হার। কিন্তু অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঘুরে দাঁড়াল ভারত অস্ট্রেলিয়াকে হারাল ৩–১ ব্যবধানে।



অলিম্পিকের ইতিহাসে ৫২ বছর পর ভারত হারাল অস্ট্রেলিয়াকে। জোড়া গোল করলেন হরমনপ্রীত। একটি অভিষেকের। অস্ট্রেলিয়ার হয়ে ব্যবধান কমান টমাস ক্রেগ ও ব্ল্যাক গোভার্স। 



এর আগে ১৯৭২ সালে অলিম্পিকে শেষবার ভারত হারিয়েছিল অস্ট্রেলিয়াকে। এই জয়ের পর ৫ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে পুল বি–তে ভারত থাকল দ্বিতীয় স্থানে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে জয়। আর্জেন্টিনার বিরুদ্ধে ড্র। আয়ারল্যান্ডের বিরুদ্ধে জয়ের পর বেলজিয়ামের কাছে হার। এবার অস্ট্রেলিয়াকে হারিয়ে ফের অলিম্পিক হকিতে জয়ের সরণীতে ভারত। এবার সামনে নকআউট পর্ব। 




‌‌