আজকাল ওয়েবডেস্ক:‌ এজবাস্টন টেস্টে অনিশ্চিত সাই সুদর্শন। চোট পেয়েছেন তিনি। আইপিএলে দুরন্ত পারফরম্যান্সের পর টেস্ট দলে সুযোগ পেয়েছেন তরুণ ব্যাটার। লিডসে প্রথম ইনিংসে ব্যর্থ হলেও দ্বিতীয় ইনিংসে ৩০ রান করেন। কিন্তু দ্বিতীয় টেস্টে অনিশ্চিত এই ব্যাটার। রেভ স্পোর্টসের প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার লিডস টেস্টের পঞ্চম দিন ফিল্ডিং করার সময় কাঁধে চোট পান সুদর্শন। তাঁর পরিবর্তে ফিল্ডিং করতে নামেন নীতীশ কুমার রেড্ডি। চোট পাওয়ার পর সেদিন আর মাঠে নামতে পারেননি সুদর্শন। প্রতিবেদনে দাবি করা হয়েছে, সুদর্শন সম্পূর্ণ ফিট নন। দ্বিতীয় টেস্টে তিনি অনিশ্চিত।


যদিও দ্বিতীয় টেস্টে সুদর্শন খেলতে না পারলেও খুব একটা সমস্যা হওয়ার কথা নয় ভারতীয় শিবিরের। প্রথম টেস্টে সুদর্শন তিন নম্বরে ব্যাট করেছেন। তিনি এজবাস্টনে খেলতে না পারলে তাঁর জায়গায় ব্যাট করতে পারেন করুণ নায়ার। লিডসে তিনি খেলেছেন ছ’নম্বরে। সে ক্ষেত্রে প্রথম একাদশে ঢুকতে পারেন নীতীশ। আবার সুদর্শনের তিন নম্বর জায়গায় খেলতে পারেন বাংলার অভিমন্যু ঈশ্বরণও। ব্যাটার হিসাবে অনেক অভিজ্ঞ এবং প্রথম শ্রেণির ক্রিকেটে সাফল্য থাকলেও এখনও টেস্ট অভিষেক হয়নি বাংলার প্রাক্তন অধিনায়কের। আবার সুদর্শন না পারলে অধিনায়ক শুভমান গিলও তিনে ফিরতে পারেন। আর তা হলে চার নম্বরে অন্য কেউ খেলবেন।


যদিও সাই সুদর্শনের চোট নিয়ে ভারতীয় শিবিরের তরফে এখনও সরকারিভাবে কিছু জানানো হয়েছে। ভারত–ইংল্যান্ড দ্বিতীয় টেস্ট শুরু হবে ২ জুলাই থেকে। এর মধ্যে চোট সারিয়ে সুদর্শন দ্বিতীয় টেস্টে ফিরতেও পারেন।