আজকাল ওয়েবডেস্ক: বুধবার সাত সকালে আসানসোলের রানিগঞ্জের প্রাক্তন তৃণমূল বিধায়ক সোহরাব আলির বাড়িতে হানা দিল আয়কর দপ্তর। এদিন ভোর পাঁচটা নাগাদ সোহরাব আলির বাড়িতে যায় আয়কর দপ্তরের প্রতিনিধি দল। কেন্দ্রীয় বাহিনী দিয়ে বাড়ি ঘিরে রেখে শুরু হয়েছে তল্লাশি।
প্রসঙ্গত, তৃণমূলের প্রাক্তন বিধায়ক সোহরাব আলি লোহার কারবারি ছিলেন। বার্নপুর ইস্পাত কারখানার সঙ্গে যোগ ছিল তাঁর। একাধিকবার তাঁর বিরুদ্ধে অবৈধ ব্যবসার অভিযোগ উঠেছে। ২০১১ সালে তৃণমূলের টিকিটে বিধানসভা ভোটে লড়াই করে জেতেন তিনি। ২০১৬ সালে ফের তাঁকে টিকিট দেয় শাসকদল। কিন্তু তাঁর বিরুদ্ধে মামলা চলায় তিনি সেবার প্রতিদ্বন্দ্বিতা করতে পারেননি। তাঁর স্ত্রী ভোটে দাঁড়িয়ে হেরে যান। বর্তমানে তাঁর স্ত্রী কাউন্সিলর। আর প্রোমোটিং ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন সোহরাব। বুধবার সকালে সেই সোহরাবের আসানসোলের বাড়িতে হানা দেন আয়কর বিভাগের আধিকারিকরা। শুধু তাই নয়, পশ্চিম বর্ধমানের আসানসোল, রায়গঞ্জ থেকে কলকাতা– একাধিক জায়গায় আয়কর দপ্তরের অভিযান চলছে। এছাড়া বার্নপুরের ধরমপুরে একাধিক বাড়িতে আয়কর হানা চলছে।
প্রসঙ্গত, তৃণমূলের প্রাক্তন বিধায়ক সোহরাব আলি লোহার কারবারি ছিলেন। বার্নপুর ইস্পাত কারখানার সঙ্গে যোগ ছিল তাঁর। একাধিকবার তাঁর বিরুদ্ধে অবৈধ ব্যবসার অভিযোগ উঠেছে। ২০১১ সালে তৃণমূলের টিকিটে বিধানসভা ভোটে লড়াই করে জেতেন তিনি। ২০১৬ সালে ফের তাঁকে টিকিট দেয় শাসকদল। কিন্তু তাঁর বিরুদ্ধে মামলা চলায় তিনি সেবার প্রতিদ্বন্দ্বিতা করতে পারেননি। তাঁর স্ত্রী ভোটে দাঁড়িয়ে হেরে যান। বর্তমানে তাঁর স্ত্রী কাউন্সিলর। আর প্রোমোটিং ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন সোহরাব। বুধবার সকালে সেই সোহরাবের আসানসোলের বাড়িতে হানা দেন আয়কর বিভাগের আধিকারিকরা। শুধু তাই নয়, পশ্চিম বর্ধমানের আসানসোল, রায়গঞ্জ থেকে কলকাতা– একাধিক জায়গায় আয়কর দপ্তরের অভিযান চলছে। এছাড়া বার্নপুরের ধরমপুরে একাধিক বাড়িতে আয়কর হানা চলছে।
