আজকাল ওয়েবডেস্ক:‌ বৃহস্পতিবার থেকেই শুরু হয়েছে বৃষ্টি। শুক্রবার রাতে তো জায়গায় জায়গায় ঝেঁপে বৃষ্টি হয়েছে। যার ফলে শহর কলকাতা সহ জেলার একাধিক এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। কলকাতা বিমানবন্দর সংলগ্ন হলদিরাম এলাকায় এক হাঁটু জল জমে রয়েছে শনিবার সকালেও। এরই মধ্যে হাওয়া অফিস জানিয়েছে সপ্তাহান্তেও জেলায় জেলায় রয়েছে ঝড়বৃষ্টির সম্ভাবনা।


উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি চলছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। হাওয়া অফিস জানিয়েছে, ইতিমধ্যেই নিম্নচাপটি গভীর হয়েছে। ধীরে ধীরে তা এগোচ্ছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন উত্তর ওড়িশা ও ঝাড়খণ্ডের উপরে। ফলে সপ্তাহান্তেও চলবে বৃষ্টি। 


শুক্রবার রাত পর্যন্ত শহরে (আলিপুর) বৃষ্টি হয়েছে ১১২.৫ মিলিমিটার। হাওয়া অফিসের রিপোর্ট অনুযায়ী বৃহস্পতিবার থেকে শুক্রবার পর্যন্ত দমদমে ১১৭ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। বৃষ্টিতে কলকাতাকে ছাপিয়ে গিয়েছে সল্টলেক। সল্টলেকে গত ২৪ ঘণ্টায় বৃষ্টিপাতের পরিমাণ ১৬৭.৫ মিলিমিটার। ডায়মন্ড হারবারে গত ২৪ ঘণ্টায় বৃষ্টিপাতের পরিমাণ ৩০.৫ মিলিমিটার। দিঘায় গত ২৪ ঘণ্টায় ৯.৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে।


জমা জল, যত্রতত্র গাছ ভেঙে পড়া কিংবা বিদ্যুতের তার ছিড়ে পড়ার মতো বিপজ্জনক ঘটনায় শহরের রাস্তায় ভোগান্তি বেড়েছে জনসাধারণের। যান চলাচলের গতি স্লথ হয়েছে। শনিবারও তেমনই পরিস্থিতির পূর্বাভাস রয়েছে। কারণ শনিবারও দিনভর দফায় দফায় বৃষ্টি হবে কলকাতায়। 


দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আগামী ২৪ ঘণ্টায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। কিছু কিছু এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাসও দেওয়া হয়েছে। 

 

আরও পড়ুন:‌ ঢালাই কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড, দমকলের তৎপরতায় দ্রুত এল নিয়ন্ত্রণে 


শনিবার দক্ষিণবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, দক্ষিণ ২৪ পরগনায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। রবিবার দক্ষিণবঙ্গের নদিয়া, মুর্শিদাবাদ–সহ একাধিক জেলায় ভারী বৃষ্টি ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গের দার্জিলিং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কালিম্পংয়ে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ২৯ জুলাই পর্যন্ত উত্তর ও মধ্য বঙ্গোপসাগর এবং পশ্চিমবঙ্গ–ওড়িশা উপকূলে ঝোড়ো হাওয়া বইতে পারে। ওই এলাকায় গভীর সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে মৎস্যজীবীদের। 

প্রসঙ্গত, একটি নিম্নচাপ সরতেই আরও একটি নিম্নচাপ এসে হাজির হওয়াতেই দুর্যোগ বেড়েছে বঙ্গে। যার ফলে বৃহস্পতিবার সকাল থেকেই আবহাওয়া বদলাতে শুরু করে। মেঘলা আকাশ, সঙ্গে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি শুরু হয়। শুক্রবার বৃষ্টির পরিমাণ আরও বাড়ে। হাওয়া অফিস জানিয়েছে, অন্তত সোমবার অবধি দফায় দফায় বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে। নিম্নচাপের কারণে সমুদ্র উত্তাল থাকবে। প্রবল বৃষ্টির জেরে বাড়বে নদীর জলস্তর। আবারও নিচু এলাকাগুলি নতুন করে প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। সোমবার অবধি জেলায় জেলায় হলুদ সতর্কতাও জারি করা হয়েছে। দক্ষিণের সব জেলাতেই আগামী এক সপ্তাহ কমবেশি বৃষ্টি হবে।

প্রসঙ্গত, এবার বর্ষায় ভালই বৃষ্টি পাচ্ছে রাজ্য। জুনের পর জুলাইয়েও ভালই বৃষ্টি হবে। তবে এই টানা বৃষ্টির জেরে ভোগান্তিও বাড়ছে। বৃষ্টির জেরে শাক সবজির দাম বেড়েছে। হাত দেওয়া যাচ্ছে না। মধ্যবিত্তের মাথায় হাত। সবজির যোগানেও ঘাটতি দেখা যাচ্ছে। শুধু সবজি নয়, দাম বেড়েছে ফুলেরও।