আজকাল ওয়েবডেস্ক: ফের বিধ্বংসী অগ্নিকাণ্ড। এবার হাওড়ার চামরাইলের ঢালাই কারখানায়। দমকল সূত্রে খবর, বুধবার দুপুর নাগাদ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন লাগার সঙ্গে সঙ্গেই ধোঁয়ায় ভরে যায় আশপাশের এলাকা। দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। বেশ কিছু সময় পরে আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে খবর।
প্রসঙ্গত, হাওড়ার চামরাইল এলাকায় একাধিক কারখানা রয়েছে। জাতীয় সড়কের ধারে ওই এলাকায় একটি ঢালাই কারখানায় বুধবার দুপুর নাগাদ আগুন লাগে। জানা গিয়েছে, বুধবার দুপুরে কারখানায় কাজ চলছিল। তখনই কারখানার একটি অংশে আগুন দেখতে পাওয়া যায়। নিমেষে চাঞ্চল্য ছড়ায় শ্রমিক ও কর্মীদের মধ্যে। দ্রুত সেই আগুন ছড়িয়ে পড়ে। নিমেষে ওই আগুন বিধ্বংসী আকার নেয়। জানা গিয়েছে, কারখানার একটি অংশে কর্মীদের থাকার জায়গা আছে। সেখানেই প্রথমে ওই আগুন দেখা যায়। দ্রুত শ্রমিক ও কর্মীদের নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়।
অগ্নিকাণ্ডের খবর জানাজানি হতেই খবর দেওয়া হয় দমকলে। দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। আগুনের জেরে কালো ধোয়ায় ঢেকে যায় চারপাশের আকাশ ও এলাকা। আগুন যাতে আর না ছড়াতে পারে, সেজন্য ব্যবস্থা নেওয়া হয়। স্থানীয়রাই প্রথমে আগুন নেভানোর কাজ শুরু করেন। জল ঢালতে শুরু করেন। এরপর ঘটনাস্থলে আসে দমকল। প্রায় আধঘণ্টার চেষ্টায় ওই আগুন প্রাথমিকভাবে নিয়ন্ত্রণে আসে বলে জানা গেছে। কোথাও কোনও পকেট ফায়ার রয়েছে কিনা, খতিয়ে দেখছেন দমকলকর্মীরা। আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশও। কিন্তু কী থেকে ওই আগুন লাগল? শটসার্কিট নাকি অন্য কোনও ঘটনা? সেই প্রশ্ন উঠেছে। আগুন লাগার কারণ তদন্ত করে দেখা হবে বলে পুলিশ ও দমকল সূত্রে জানা গেছে। হতাহতের অবশ্য কোনও খবর নেই। তবে ক্ষতির পরিমাণ জানা যায়নি।
আরও পড়ুন: ক্রিকেটে চিরশত্রু, কিন্তু নিউজিল্যান্ডের কোচদেরই বারেবারে নিযুক্ত করে চলেছে ইংরেজরা, কারণ কী?...
এদিকে চলতি বছরেরই এপ্রিল মাসে হাওড়ার ডোমজুড়ে ওএনজিসি’র কারখানায় আগুন লেগেছিল। ডোমজুড়ের উত্তর ঝাপড়দহে রাসায়নিক কারখানায় ছড়িয়ে পড়েছিল আগুন। ঘটনাস্থলে যায় দমকলের একাধিক ইঞ্জিন। দুপুর নাগাদ সেখানেও আগুন লেগেছিল।
এছাড়াও সম্প্রতি উত্তর কলকাতার ৬৫ নম্বর পাথুরিয়াঘাটা স্ট্রিটে কাপড়ের গুদামে বিধ্বংসী আগুন লেগেছিল। ধোঁয়ায় দমবন্ধ হয়ে ২ জন মারা যান। দমকলের ১০টি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছিল।
আরও পড়ুন: ভেঙে গেল ৯ বছরের সংসার, বিশ্বজয়ী ফুটবলার ও গ্র্যান্ড স্ল্যাম জয়ী টেনিস তারকার পথ হয়ে গেল আলাদা
আগুন লাগার ঘটনা ঘটেছিল কলকাতার টেরিটি বাজার সংলগ্ন এলাকাতেও। এছাড়া চলতি বছরেই আগুন লেগেছিল শিয়ালদহের ইএসআই হাসপাতাল। আগুন লাগার ঘটনা ঘটেছিল কসবার অ্যাক্রোপলিস মল ও গার্স্টিন প্লেসেও।
প্রসঙ্গত, চলতি বছর একাধিক জায়গায় বার বার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গত কয়েকমাসের একাধিক অগ্নিকাণ্ডের পিছনে দায়ী ছিল এসি। কোথাও আবার গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ। কোথাও আবার শর্টসার্কিট। প্রশ্ন উঠছে, কেন বারবার ঘটছে এই অগ্নিকাণ্ডের ঘটনা। প্রশ্ন উঠছে নাগরিক নিরাপত্তা নিয়েও। যদিও দমকল তৎপরতার সঙ্গে সেই পরিস্থিতি মোকাবিলাও করছে।
