আজকাল ওয়েবডেস্ক:‌ চেতেশ্বর পুজারা। একবছরেরও বেশি সময় তিনি জাতীয় দলের বাইরে। শেষ দেশের হয়ে টেস্ট খেলেছিলেন ২০২৩ সালের জুনে। প্রসঙ্গত, এর আগের সিরিজে অস্ট্রেলিয়ার মাটিতে বুক চিতিয়ে লড়াই করেছিলেন পুজারা। এখন রনজি খেলছেন এই ব্যাটার। 


শুধু খেলছেন বললে ভুল হবে, প্রথম শ্রেণির ক্রিকেটে কিংবদন্তি ব্রায়ান লারার ৬৫ শতরানের রেকর্ড টপকে গিয়েছেন তিনি। এই মুহূর্তে পুজারার প্রথম শ্রেণির ক্রিকেটে শতরানের সংখ্যা ৬৬। সৌরাষ্ট্রের হয়ে তিনি খেলেন। আর রেকর্ড করেছেন ছত্তিশগড়ের বিরুদ্ধে। পাশাপাশি প্রথম শ্রেণির ক্রিকেটে ২১ হাজার রানও তিনি করে ফেলেছেন।


ভারতের টেস্ট দলে পুজারার না থাকা যে দলকে বাড়তি সুবিধা দেবে তা আগেই স্বীকার করে নিয়েছেন অস্ট্রেলিয়া অধিনায়ক প্যাট কামিন্স। তিনি বলেছেন, ‘‌পুজারার বিরুদ্ধে বল করাটা চ্যালেঞ্জিং। মাথা প্রচণ্ড ঠান্ডা। দীর্ঘক্ষণ ব্যাটিং করতে পারে।’‌ পাশাপাশি কামিন্স এটাও বলেছেন, ভারত–অস্ট্রেলিয়া লড়াই এখন অ্যাশেজের মতোই গুরুত্বপূর্ণ।