আজকাল ওয়েবডেস্ক: আইসিসির পরবর্তী চেয়ারম্যান হিসেবে জয় শাহর নাম নিশ্চিত হওয়া প্রায় চূড়ান্ত। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে, জয় শাহ চেয়ারম্যান হলে বিসিসিআইয়ের পরবর্তী সচিব কে হবেন? গ্রেগ বার্কলের জায়গা নেওয়ার জন্য জয় শাহ সবার আগে এগিয়ে, এটা প্রায় চূড়ান্ত হয়ে গিয়েছে। সূত্রের খবর, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডও জয় শাহকে সমর্থন করছে। এই পরিস্থিতিতে প্রশ্ন, তাহলে বোর্ডের পরবর্তী সচিব কে হবেন?
এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর, জয় শাহ আইসিসির চেয়ারম্যান হলে বোর্ডের পরবর্তী সচিব হতে চলেছেন রোহন জেটলি। এই মুহূর্তে তিনি দিল্লি ক্রিকেট বোর্ডের সভাপতি।
তবে জয় শাহ আইসিসির চেয়ারম্যান হলে তিনি বোর্ডের সর্বকনিষ্ঠ চেয়ারম্যান হবেন। তাঁর বয়স এখন ৩৬। এর আগে ভারতীয়দের মধ্যে আইসিসি চেয়ারম্যান হয়েছিলেন জগমোহন ডালমিয়া, শরদ পাওয়ার, এন শ্রীনিবাসন ও শশাঙ্ক মনোহর।
