আজকাল ওয়েবডেস্ক:‌ ২০২৩ ক্রিকেট বিশ্বকাপের আসর বসেছিল ভারতে। টানা ১০ ম্যাচ জিতে ভারত ওঠে ফাইনালে। কিন্তু অস্ট্রেলিয়ার কাছে হেরে রানার্স হন রোহিত শর্মারা। গোটা দেশবাসী ভেঙে পড়েছিল। চলতি বছর ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে টি২০ বিশ্বকাপ জিতে সেই ক্ষতে কিছুটা প্রলেপ পড়েছে।


এদিকে, আইসিসি জানিয়েছে, ২০২৩ বিশ্বকাপের সময় ভারত আর্থিক দিক থেকে প্রচুর লাভবান হয়েছে। অন্তত ১১,৬৩৭ কোটি টাকা ভারত আয় করেছে পর্যটন থেকে।


বিশ্বকাপ উপলক্ষে বিদেশ থেকে প্রচুর সমর্থক প্রিয় দলকে সমর্থন জানাতে ভারতে এসেছিলেন। শুধু তাই নয়, ভারতের সমর্থকরাও প্রিয় দলের খেলা দেখতে নানা শহরে ভিড় জমিয়েছিলেন। 


অক্টোবর–নভেম্বরে ভারতে বসেছিল বিশ্বকাপের আসর। পর্যটনে এর আগে আইসিসি প্রতিযোগিতায় কোনও দেশ এত টাকা লাভ করেনি। আইসিসির চিফ এক্সিকিউটিভ জিওফ অ্যালার্ডিস বলেছেন, ‘‌ভারত বিশ্বকাপে অন্তত ১১ কোটিরও বেশি টাকা রোজগার করেছে পর্যটন ব্যবসা থেকে। যা বিশ্বকাপ থেকে ভারতের রোজগারের প্রায় ৩৭ শতাংশ।’‌ তবে পুরো লাভের অঙ্কটা আইসিসি প্রকাশ করেনি। 


আইসিসি বিজ্ঞপ্তিতে আরও জানিয়েছে, ‘‌রেকর্ড সংখ্যক দর্শক ভারতের মাটিতে খেলা দেখেছেন। সংখ্যাটা অন্যান্য আইসিসি টুর্নামেন্টের থেকে অনেক বেশি। তার মধ্যে অন্তত ১৯ শতাংশ মানুষ শুধুমাত্র ক্রিকেটের টানে ভারতে পা রেখেছিলেন প্রথমবার।’‌ এমনকী বিশ্বকাপের স্থায়ী ও অস্থায়ী হিসেবে অন্তত ৪৮ হাজার কর্মসংস্থান হয়েছে ভারতে। বিজ্ঞপ্তিতে জানিয়েছে আইসিসি।