আজকাল ওয়েবডেস্ক: শ্রীলঙ্কা থেকে অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপ সরিয়ে নিল আইসিসি। বিশ্বকাপের মাঝে শ্রীলঙ্কাকে সাসপেন্ড করেছিল আইসিসি। দেশের ক্রিকেট বোর্ডে সরকারি হস্তক্ষেপের জন্য শ্রীলঙ্কার সদস্য পদ অনির্দিষ্টকালের জন্য বাতিল করা হয়েছে। এবার শ্রীলঙ্কা থেকে সরিয়ে দেওয়া হল ২০২৪ সালের অনূর্ধ্ব –১৯ বিশ্বকাপ। পরিবর্তে যুব বিশ্বকাপের দায়িত্ব পেয়েছে দক্ষিণ আফ্রিকা। মঙ্গলবার আমেদাবাদে বসেছিল আইসিসির বোর্ড মিটিং। সেই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যতদিন না শ্রীলঙ্কা ক্রিকেট এর ওপর বাইরের হস্তক্ষেপ বন্ধ হচ্ছে, ততদিন সদস্য পদ স্থগিতের সিদ্ধান্ত বদলানো হবে না। একইসঙ্গে অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপের ভেন্যু শ্রীলঙ্কা থেকে সরিয়ে দক্ষিণ আফ্রিকায় নিয়ে যাওয়া হয়েছে। তবে আইসিসি জানিয়েছে, শ্রীলঙ্কা ক্রিকেট এর সদস্য পদ স্থগিত রাখা হলেও আন্তর্জাতিক ক্রিকেট খেলায় অংশ নেওয়ার ক্ষেত্রে সমস্যা থাকবে না শ্রীলঙ্কা দলের। এদিকে, আইসিসির কাছে শাস্তি প্রত্যাহারের আবেদন করেছেন শ্রীলঙ্কা ক্রিকেটের কর্তারা।
