আজকাল ওয়েবডেস্ক: চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালে তুরুপের তাস কে হতে পারেন? কেন উইলিয়ামসন, রাচিন রবীন্দ্র নাকি বিরাট কোহলি বা রোহিত শর্মা। না! এদের কারও নামই বললেন না প্রাক্তন ভারতীয় কোচ রবি শাস্ত্রী। বরং তাঁর দাবি, কিউয়িদের তুরুপের তাস হতে পারেন গ্লেন ফিলিপস। আর ভারতের ক্ষেত্রে বাজিমাত করতে পারেন রবীন্দ্র জাদেজা ও অক্ষর প্যাটেল। তবে ভারত যে ফাইনালে এগিয়ে একথা জানাতে ভোলেননি শাস্ত্রী।
টুর্নামেন্টে দুটি শতরান করে ফেলেছেন রাচিন। একটি করে রয়েছে উইলিয়ামসন ও কোহলির। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিরাটের ঝলমলে ৮৪ রয়েছে। কিন্তু শাস্ত্রী বলছেন, ‘ফাইনালের সেরা হতে পারেন একজন অলরাউন্ডার। আমার বাজি ভারতের ক্ষেত্রে জাদেজা ও অক্ষর। আর নিউজিল্যান্ডের ক্ষেত্রে গ্লেন ফিলিপস। ব্যাট হাতে ঝড় তুলতে পারে ফিলিপস। আবার স্পিনে বাজিমাতও করে দিতে পারে। সঙ্গে ভাল ফিল্ডার।’
আর ব্যাট হাতে বাজিমাত করতে পারেন বিরাট কোহলি। কিউয়িদের ক্ষেত্রে এই সম্ভাবনা উইলিয়ামসন ও রাচিনের মধ্যে রয়েছে। শাস্ত্রীর মতে, ‘ফর্মের কথা বিচার করলে এগিয়ে থাকবে কোহলি। শুরুর জড়তা কাটিয়ে ফেললেই কোহলি, উইলিয়ামসনরা ভয়ঙ্কর। সঙ্গে তরুণ রাচিনও থাকবে। তবে মাথায় রাখতে হবে এটা ফাইনাল। তাই স্নায়ুর চাপ থাকবে। যে বা যারা কাটিয়ে উঠতে পারবে তারাই করবে বাজিমাত।’
