আজকাল ওয়েবডেস্ক:‌ অঙ্গদান প্রকল্পে যোগ দিন সমর্থকরা। বুধবার আমেদাবাদে ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ একদিনের ম্যাচ খেলতে নামার আগে এই আবেদন করল টিম ইন্ডিয়া। সম্প্রতি আইসিসি উদ্যোগ নিয়ে এই কর্মসূচি চালু করেছে। নাম দেওয়া হয়েছে ‘ডোনেট অর্গান্স, সেভ লাইভস’। সেই কর্মসূচির অংশ হিসাবেই প্রচার করেছেন রোহিত–বিরাটরা।


এই কর্মসূচির মাধ্যমে সমর্থকদের আরও বেশি করে অঙ্গদানে উৎসাহ দেওয়া হয়। অঙ্গদানের সাহায্যে যে একাধিক প্রাণ বাঁচানো যায়, সে সম্পর্কে মানুষকে সচেতন করা হয়েছে আইসিসি–র তরফে। ক্রিকেটের মাধ্যমে যেহেতু বহু সমর্থককে যুক্ত করা যায় তাই এই উদ্যোগ নিয়েছে আইসিসি।


সোমবার বোর্ডের পোস্ট করা একটি ভিডিও বার্তায় কোহলি বলেন, ‘‌আসল শতরানের সময় এসে গিয়েছে। মৃত্যুর পরেও আপনার অঙ্গ থেকে অন্য কেউ উপকৃত হতে পারে। অঙ্গদাতা হিসাবে এগিয়ে আসুন এবং বাকিদেরও বাঁচার সুযোগ করে দিন।’‌ শুভমান গিল বলেছেন, ‘‌নিজের জীবনের অধিনায়ক হোন। যেভাবে একজন অধিনায়ক দলকে জয়ের দিকে এগিয়ে নিয়ে যায়, সেভাবে আপনিও অঙ্গদানের অঙ্গীকার করে একজনের জীবন বাঁচাতে পারেন।’‌ 


শ্রেয়স আইয়ার, লোকেশ রাহুল, অক্ষর প্যাটেল, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অর্শদীপ সিং, ওয়াশিংটন সুন্দর, বরুণ চক্রবর্তী, ঋষভ পন্থদের ভিডিওয় দেখা গিয়েছে। এদিকে, আইসিসি চেয়ারম্যান জয় শাহ এক বিবৃতিতে বলেছেন, ১২ ফেব্রুয়ারি তৃতীয় এক দিনের ম্যাচ থেকে অঙ্গদানের সচেতনতামূলক এই কর্মসূচি চালু করতে পেরে তাঁরা গর্বিত।