আজকাল ওয়েবডেস্ক:‌ টস জিতে বড় রানের পথে কিউয়িরা। ভারতের কাছে গ্রুপ লিগের ম্যাচ হারের পর দ্বিতীয় সেমিফাইনালে লাহোরে মুখোমুখি নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। টস জিতে শুরুতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে নিউজিল্যান্ড। 


ওপেনার উইল ইয়ং (‌২১)‌ রানে ফিরে গেলেও দলকে এগিয়ে নিয়ে যাচ্ছেন রাচিন রবীন্দ্র ও কেন উইলিয়ামসন। এনগিডির বল তুলে মারতে গিয়ে মার্করামের হাতে ক্যাচ দেন ইয়ং। ২১ রানে ফেরেন তিনি। ইতিমধ্যেই ১২০ রান করে ফেলেছে কিউয়িরা।


প্রসঙ্গত, অস্ট্রেলিয়াকে হারিয়ে ফাইনালে চলে গেছে ভারত। বুধবারের ম্যাচে যারা জিতবে তারা আগামী রবিবার দুবাইয়ে ভারতের মুখোমুখি হবে। যা পরিস্থিতি তাতে কিউয়িদের একটু এগিয়ে রাখতেই হচ্ছে।