আজকাল ওয়েবডেস্ক: সেমির মহা গুরুত্বপূর্ণ টস জিতলেন স্টিভ স্মিথ। আর জিতেই শুরুতে নিলেন ব্যাটিংয়ের সিদ্ধান্ত।
ভারতীয় দলের প্রথম একাদশে কোনও বদল নেই। কিউয়ি ম্যাচের দলই খেলাচ্ছেন গৌতম গম্ভীররা। অর্থাৎ বরুণ চক্রবর্তী রয়েছেন দলে। ভারত খেলছে চার স্পিনারেই। সঙ্গে স্বীকৃত পেসার মহম্মদ সামি। আর পেসার অলরাউন্ডার হার্দিক পাণ্ডিয়া।
আর অস্ট্রেলিয়া দলে হয়েছে দুটি বদল। চোট পেয়ে ছিটকে যাওয়া ওপেনার ম্যাথু শর্টের জায়গায় প্রথম একাদশে এসেছেন কুপার কনোলি। আর স্পিনার তনভীর সাঙ্ঘাকে নেওয়া হয়েছে প্রথম এগারোয়। তিনি এসেছেন বাঁহাতি পেসার স্পেনসার জনসনের জায়গায়। ম্যাকগার্ককে জায়গা দেয়নি অস্ট্রেলিয়া।
টানা ১৪ টি ম্যাচে টস হারলেন রোহিত। টস ভাগ্য এদিনও সুপ্রসন্ন হল না হিটম্যানের। তবে টস শেষে হিটম্যান জানিয়ে দিয়েছেন, ‘শুরুতে ব্যাটিং হোক বা বোলিং এটা বিষয় নয়। এই মাঠে তিনটি ম্যাচ খেলেছি। কখনও আগে ব্যাট করেছি। আবার কখনও পরে। ভাল খেলতে পারাটাই আসল।’
