আজকাল ওয়েবডেস্ক:‌ গরমে পুড়ছে দার্জিলিং। রবিবার দার্জিলিংয়ে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮ ডিগ্রি সেলসিয়াসের বেশি। হাওয়া অফিস জানিয়েছে, প্রায় ৩০ বছরের উষ্ণতার রেকর্ড ভেঙেছে পাহাড়। শুধু দার্জিলিংই নয়, কালিম্পং, সিকিমেও একই পরিস্থিতি। চাহিদা বাড়ছে ফ্যান এবং বাতানুকূল যন্ত্রের। গরমের কারণে পর্যটকেরাও দুপুরে হোটেলের বাইরে বেরোচ্ছেনই না। বিকেলের পর ভিড় বাড়ছে ম্যাল–সহ শহরের অন্যত্র। সিকিম আবহাওয়া দপ্তরের তথ্য বলছে, সিকিমের সর্বোচ্চ তাপমাত্রা ছিল এদিন ২৬.২ ডিগ্রি সেলসিয়াস। দার্জিলিঙে দুপুরে তাপমাত্রা ছিল ২৭.৪ ডিগ্রি সেলসিয়াস। তবে বিকেলের পর থেকে তাপমাত্রা কমছে। মঙ্গলবারের পর থেকে বিক্ষিপ্ত জায়গায় বৃষ্টি শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। বেশ কিছু জায়গায় হতে পারে ভারী বৃষ্টি। 
এদিকে গরমের জন্য পর্যটকদের আসার সংখ্যাও কমেছে। তার উপর ধসের জেরে ১০ নম্বর জাতীয় সড়ক রয়েছে বন্ধ। তবে সামনেই দুর্গাপুজো। তখন হয়ত পর্যটকদের সংখ্যা বাড়বে।