আজকাল ওয়েবডেস্ক: এক রাতেই প্রায় ১০ হাজার বজ্রপাতের ঘটনা ঘটল হংকংয়ে। স্থানীয় সময় মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত বজ্রপাত হয়। হংকংয়ের আবহাওয়া দপ্তর জানিয়েছে, মঙ্গলবার রাত ৯টা নাগাদ বৃষ্টি শুরু হয়। রাতে এক ঘণ্টায় সর্বাধিক ৫,৯১৪ বার বজ্রপাত হয়। বুধবার সকাল ১০টা ৫৯ মিনিট অবধি বজ্রপাতের সংখ্যা দাঁড়ায় ৯,৪৩৭। হংকংয়ের নিউ টেরিটরি পূর্ব অঞ্চলে এই বজ্রপাত হয়।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে, বজ্রপাত ও ঝড়ের ফলে বাঁশের তৈরি একটি ক্যান্টোনিজ অপেরা থিয়েটার বিধ্বস্ত হয়ে গেছে। বৃহস্পতিবার অবধি বৃষ্টি ও বজ্রপাত চলতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে, বজ্রপাত ও ঝড়ের ফলে বাঁশের তৈরি একটি ক্যান্টোনিজ অপেরা থিয়েটার বিধ্বস্ত হয়ে গেছে। বৃহস্পতিবার অবধি বৃষ্টি ও বজ্রপাত চলতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।
