আজকাল ওয়েবডেস্ক: পুজোর বাকি আর ৩৪ দিন। কেমন থাকবে আবহাওয়া? এখন থেকেই খোঁজ নিতে শুরু করেছেন পুজো উদ্যোক্তারা। এদিকে, হাওয়া অফিস জানিয়েছে দক্ষিণবঙ্গের অন্তত ছ’টি জেলায় শুক্রবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতাতেও।
হাওয়া অফিস জানিয়েছে, এদিন হাওড়া, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম এবং মুর্শিদাবাদের দু’এক জায়গায় বজ্রবিদ্যুৎ–সহ বৃষ্টি হতে পারে। ছয় জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বজ্রপাতের সতর্কতা জারি করা হয়েছে। উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। তবে খুব ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৮.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে ১.৯ ডিগ্রি বেশি।
এদিকে, হাওয়া অফিস জানিয়েছে বঙ্গোপসাগরে ফের তৈরি হচ্ছে নিম্নচাপ। যার জেরে সপ্তাহান্তে বৃষ্টির পরিমাণ বাড়বে।
