আজকাল ওয়েবডেস্ক:‌ বুধবার থেকে দক্ষিণবঙ্গের পাঁচ জেলায় তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করল হাওয়া অফিস। তবে উত্তরবঙ্গে মঙ্গলবারও রয়েছে ঝড়–বৃষ্টির সম্ভাবনা। হাওয়া অফিস জানিয়েছে আগামী কয়েক দিনে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তাপমাত্রা দুই থেকে চার ডিগ্রি অবধি বাড়তে পারে। বুধবার থেকে পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুরে তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। ওই জেলাগুলিতে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের গণ্ডি ছাড়াতে পারে। বাকি সব জেলাতেও থাকবে গরম ও অস্বস্তিকর আবহাওয়া। দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। কলকাতায় মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা ৩৮ ডিগ্রির কাছাকাছি বলে জানিয়েছে হাওয়া অফিস। এদিকে মঙ্গল ও বুধবার জলপাইগুড়িতে রয়েছে ঝড়–বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ারে। এমনকী ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়া হাওয়াও বইতে পারে। বুধবারের পর থেকে উত্তরবঙ্গের আবহাওয়ার পরিস্থিতি বদলাবে বলে জানিয়েছে হাওয়া অফিস।