আজকাল ওয়েবডেস্ক:‌ খুন করা হল প্রাক্তন ক্রিকেটার ও কোচকে। হরিয়ানায়। তাও আবার প্রকাশ্যে। সোমবার সন্ধেয় হরিয়ানার সোনিপতের গানাউর শহরে প্রাক্তন ক্রিকেটার রামকরণকে খুন করার অভিযোগ উঠল একদল দুষ্কৃতীর বিরুদ্ধে। সাব ডিভিশনাল হাসপাতালের কাছে ব্যস্ত এলাকা আচমকা গুলির শব্দে কেঁপে ওঠে। দীর্ঘ রাজনৈতিক বিবাদের জেরে এই খুন বলে পুলিশ সূত্রে প্রাথমিক অনুমান।


পুলিশ সূত্র খবর, হামলাকারীরা একটি গাড়িতে এসে প্রকাশ্যে রামকরণকে গুলি চালায়। তাঁকে দ্রুত হাসপাতালে ভর্তি করানো হলেও প্রাণে বাঁচানো যায়নি। দীর্ঘদিন ধরে ক্রিকেটের সঙ্গে যুক্ত ছিলেন রামকরণ। ক্রিকেট খেলার পাশাপাশি স্থানীয় ক্লাবে কোচিংও করাতেন। পুলিশের ধারণা, পুরসভার আভ্যন্তরীণ রাজনৈতিক কোন্দলের জেরে রামকরণকে খুন করা হয়েছে। তাঁর পুত্রবধূ গানাউর মিউনিসিপাল কাউন্সিলের ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। এই মিউনিসিপ্যালিটির প্রাক্তন চেয়ারম্যান সুনীল ‘লম্বু’কেই মূল অভিযুক্ত বলে মনে করা হচ্ছে। গত নির্বাচনের পর থেকে দুই পরিবারের মধ্যে বিরোধ চলছিল বলে জানা গেছে।
হামলার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশ ঘটনাস্থল ঘিরে ফেলার সঙ্গে সঙ্গে ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে দেয়। গুলি চালানোর পরপরই সোনিপত পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছন। কাছাকাছি অঞ্চলের সিসিটিভি ফুটেজ পরীক্ষা করা হচ্ছে। রামকরণের পরিবারের তরফ থেকে অভিযোগের পর গানাউর পুলিশ খুনের মামলা দায়ের করেছে। সন্দেহভাজনদের খুঁজে বের করার জন্য অভিযান চালাচ্ছে পুলিশ।


প্রসঙ্গত, কয়েক দিন আগে পাঞ্জাবের লুধিয়ানায় প্রকাশ্য রাস্তায় খুন করা হয় এক তরুণ কবাডি খেলোয়াড়কে। ২৬ বছর বয়সি কবাডি খেলোয়াড় তেজপাল সিংকে শুক্রবার দুপুরে গুলি করে খুন করা হয়েছিল। তারপর আবার সোমবার। এবার হরিয়ানায়।