আজকাল ওয়েবডেস্ক:‌ বর্ষসেরা টেস্ট একাদশের পর বর্ষসেরা টি২০ একাদশ বেছে নিলেন ধারাভাষ্যকার হর্ষ ভোগলে। টেস্ট দলে যেমন তিনি রোহিত, বিরাটদের রাখেননি, তেমনি টি২০ দলেও তিনি রোহিত, সূর্যকুমারদের বাদ দিয়েছেন। নেই বিরাট কোহলিও। এমনকী রিঙ্কু সিংকেও রাখেননি দলে।


কোনও পাক তারকাকেও দলে রাখেননি হর্ষ ভোগলে। ভারতীয় দলের পাঁচ ক্রিকেটার পেয়েছেন জায়গা। এছাড়া ওয়েস্ট ইন্ডিজের দু’‌জন এবং এক জন করে ক্রিকেটার রয়েছেন অস্ট্রেলিয়া, আফগানিস্তান, দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ড থেকে।


হর্ষর দলে ওপেনার ইংল্যান্ডের ফিল সল্ট ও অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড। ২০২৪ সালে ১৭ ম্যাচে ৪৬৭ রান করেছেন সল্ট। একটি শতরান ও দুটি অর্ধশতরান র‌য়েছে। আর হেড ১৫ ম্যাচে করেছেন ৫৩৯ রান। সর্বোচ্চ ৮০। তিন নম্বরে হর্ষর পছন্দ সঞ্জু স্যামসন। চারে নিকোলাস পুরান। পাঁচে হেনরিক ক্লাসেন। অলরাউন্ডার হিসেবে দলে আছেন হার্দিক পান্ডিয়া ও আন্দ্রে রাসেল। দলের দুই স্পিনার রশিদ খান ও বরুণ চক্রবর্তী। আর দুই পেসার অর্শদীপ সিং ও জসপ্রীত বুমরা।


এখনও অবধি ৬০ আন্তর্জাতিক টি২০ ম্যাচে অর্শদীপ নিয়েছেন ৯৫ উইকেট। আর বুমরার নির্বাচন নিয়ে কোনও সংশয় থাকার কথা নয়। 


যদিও এই একাদশ নিয়ে বিতর্ক হবেই। এর আগে হর্ষর সেরা টেস্ট একাদশ নিয়েও বিতর্ক তৈরি হয়েছে।