আজকাল ওয়েবডেস্ক:‌ দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে প্রথমবার মহিলাদের বিশ্বকাপ জিতেছে ভারত। হরমনপ্রীত কৌরের নেতৃত্বে এসেছে দুরন্ত জয়। সেই জয়কে স্মরণীয় করে রাখলেন অধিনায়ক। বিশ্বজয়ের স্মৃতি সারাজীবনের জন্য রেখে দিলেন নিজের হাতে। হরমন তো বটেই। সঙ্গে স্মৃতি মান্ধানাও। 


এদিকে, জয়পুরের একটি সংগ্রহশালায় হরমনপ্রীতের মোমের মূর্তি স্থাপন করা হবে বলে জানা গেছে।


হরমনপ্রীত এবং স্মৃতি বিশ্বকাপের একটি উল্কি করিয়েছেন নিজেদের হাতে। হরমনপ্রীত বাঁ হাতের বাইসেপে উল্কিটি করিয়েছেন। হরমনপ্রীতের উল্কিতে ২০২৫ এবং ৫২ সংখ্যা দু’টি খোদাই করা রয়েছে। সেগুলি যথাক্রমে বিশ্বকাপ জয়ের বছর এবং জয়ের ব্যবধান। স্মৃতি ডান হাতের কবজিতে বিশ্বকাপের উল্কি করিয়েছেন। সেটিতে ভারতের জাতীয় পতাকা জড়ানো। তার নীচে বিশ্বকাপ জয়ের বছর খোদাই করা। সোশ্যাল মিডিয়ায় হরমনপ্রীত লিখেছেন, ‘‌আমার শরীরে এবং হৃদয়ে চিরকাল গাঁথা থাকবে। প্রথম দিন থেকেই তোমার জন্য অপেক্ষা করেছি। এবার থেকে প্রত্যেক দিন সকালে তোমাকে দেখব এবং কৃতজ্ঞ থাকব।’ এই খবর প্রকাশ্যে এনেছেন স্বয়ং হরমন। 


এদিকে, রাজস্থানের নাহাড়গড় দুর্গের ভিতরে রয়েছে জয়পুর মিউজিয়াম। সেখানে হরমনপ্রীতের মোমের একটি মূর্তি স্থাপন করা হবে। আগামী বছর ৮ মার্চ, আন্তর্জাতিক নারীদিবসের দিন সেই মূর্তি প্রকাশ্যে আসবে। ভারতীয় দলকে বিশ্বকাপ জেতানোর পুরস্কার হিসাবে এই মূর্তি স্থাপন করা হচ্ছে।


মিউজিয়ামের প্রতিষ্ঠাতা অনুপ শ্রীবাস্তব জানিয়েছেন, ভারতের হয়ে বড় মঞ্চে যাঁরা লড়াই করেছেন তাঁদের জায়গা দেওয়া হয় মিউজিয়ামে। তাঁর কথায়, ‘‌এই মিউজিয়ামের মাধ্যমে শুধু বিখ্যাত ব্যক্তিত্বদের স্থান দেওয়া হয় না, সমাজের চোখে যাঁরা অনুপ্রেরণা তাঁদের সম্মান জানানোর কাজও করা হয়। হরমনপ্রীত প্রমাণ করেছেন তিনি যে কোনও মঞ্চেই ছেলেদের চেয়ে কম নন।’‌ 


জয়পুরের এই মিউজিয়ামে ইতিমধ্যেই মহেন্দ্র সিং ধোনি, শচীন তেন্ডুলকার, বিরাট কোহলিদের মোমের মূর্তি রয়েছে। কর্তারা জানিয়েছেন, হরমনপ্রীতের মূর্তি তৈরির কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। যা আগামী বছর প্রকাশ্যে আসবে।