আজকাল ওয়েবডেস্ক:‌ বিরল নজিরের সামনে দাঁড়িয়ে হার্দিক পাণ্ডিয়া। ইংল্যান্ডের বিরুদ্ধে টি২০ সিরিজে একাধিক রেকর্ডের মুখে দাঁড়িয়ে ভারতীয় অলরাউন্ডার। 


এই মুহূর্তে টি২০ আন্তর্জাতিকে হার্দিকের উইকেট সংখ্যা ৮৯। খেলেছেন ১০৯ ম্যাচ। বুমরারও রয়েছে টি২০ আন্তর্জাতিকে ৮৯ উইকেট। তবে বুমরা খেলেছেন ৭০ ম্যাচ। আর চোটের জন্য ইংল্যান্ড সিরিজে নেই বুমরা। ফলে আর একটি উইকেট পেলেই বুমরাকে টপকে যাবেন হার্দিক।


ভুবনেশ্বর কুমারের দেশের হয়ে ৮৭ খানা টি২০ ম্যাচে রয়েছে ৯০ উইকেট। তার মধ্যে দু’‌বার পাঁচ উইকেটও রয়েছে। তবে ২০২২ সালের নভেম্বররে পর তিনি দেশের হয়ে আর খেলেননি। অর্থাৎ আর দুটি উইকেট পেলেই ভুবিকে টপকে যাবেন হার্দিক।


তরুণ পেসার অর্শদীপ সিং ৬০ ম্যাচে নিয়ে ফেলেছেন ৯৫ উইকেট। তার মধ্যে দু’‌বার ইনিংসে চার উইকেট রয়েছে। ইংল্যান্ড সিরিজে অর্শদীপও খেলবেন। টি২০ আন্তর্জাতিকে দ্রুততম ১০০ উইকেট হয়ত অর্শদীপই দখল করবেন। রেকর্ড এখন আছে পাকিস্তানের হ্যারিস রউফের দখলে। তিনি ৭১ ম্যাচে ১০০ উইকেট নিয়েছেন। 


যজুবেন্দ্র চাহালের ৮০টি২০ ম্যাচে রয়েছে ৯৬ উইকেট। ইংল্যান্ডের বিরুদ্ধে একবার ৬ উইকেট নিয়েছিলেন। শেষবার তিনি দেশের হয়ে খেলেছেন ২০২৩ সালে। ভারতীয়দের মধ্যে এখন টি২০ আন্তর্জাতিকে সবচেয়ে বেশি উইকেট চাহালেরই দখলে। যদিও অর্শদীপ খুব শীঘ্রই হয়ত টপকে যাবেন।


আর ইংল্যান্ডের বিরুদ্ধে ৫ ম্যাচের টি২০ সিরিজে হার্দিক যদি ১১ উইকেট পান, তাহলে ১০০ উইকেট হবে তাঁর। কিন্তু সেক্ষেত্রে তিনি সবচেয়ে বেশি ম্যাচ খেলে ১০০ উইকেট নেওয়ার নজির গড়বেন। এই রেকর্ড এখন আছে ইংল্যান্ডের আদিল রশিদের দখলে। যিনি ১০০ ম্যাচে ১০০ উইকেট নিয়েছেন।