আজকাল ওয়েবডেস্ক:‌ এশিয়া কাপে খেলবেন তো সূর্যকুমার যাদব, হার্দিক পাণ্ডিয়া?‌ এশিয়া কাপের দল নির্বাচন হতে পারে ১৯ কিংবা ২০ আগস্ট। তার আগে বেঙ্গালুরুতে ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে হার্দিক পাণ্ডিয়ার রুটিন ফিটনেস চেক আপ করা হবে। মুম্বই দলের সঙ্গে কিছুদিন হল অনুশীলন করছেন হার্দিক। এই ফিটনেস টেস্ট হতে পারে ১১ ও ১২ আগস্ট। এক সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে এমনটাই খবর।


ওই প্রতিবেদনে দাবি করা হয়েছে, শ্রেয়স আইয়ার ইতিমধ্যেই নিজের ফিটনেস পরীক্ষায় পাস করেছেন। সাদা বলের ক্রিকেটে তিনি দুর্দান্ত ছন্দে আছেন। নির্বাচকদের কাছে অটোমেটিক চয়েস তিনি।


তবে হার্নিয়া অস্ত্রোপচারের পর অধিনায়ক সূর্যকুমার যাদব এখনও পুরোপুরি সুস্থ নন। এনসিএ–তে তাঁর আরও এক সপ্তাহ লাগবে সুস্থ হতে। মনে করা হচ্ছে এশিয়া কাপ খেলতে অসুবিধা হবে না টি২০ অধিনায়ক সূর্যর।


প্রসঙ্গত, ৯ সেপ্টেম্বর থেকে শুরু হবে এশিয়া কাপে। দুবাইয়ে ১৪ সেপ্টেম্বর ভারত–পাক মহারণ। সুপার ফোরে ফের দুই দল মুখোমুখি হতে পারে। আর ফাইনালে দু’‌দল উঠবে মুখোমুখি হবে তিন বার। যেহেতু আগামী বছর টি২০ বিশ্বকাপ তাই টুর্নামেন্ট হবে কুড়ি বিশের সংস্করণে।


জানা গেছে ১৯ ম্যাচের ১১টি হবে দুবাইয়ে। তার মধ্যে ফাইনালও রয়েছে। বাকি আটটি ম্যাচ হবে আবুধাবিতে। ভারতের গ্রুপ লিগের তিনটি ম্যাচ ১০, ১৪ ও ১৯ সেপ্টেম্বর যথাক্রমে সংযুক্ত আরব আমিরশাহি, পাকিস্তান এবং ওমানের বিরুদ্ধে।

 

আরও পড়ুন:‌ কেন রাজস্থান ছাড়তে চাইছেন সঞ্জু?‌ জানা গেল আসল কারণ


সূত্রের যা খবর, তাতে শুভমন গিল, যশস্বী জয়েসওয়ালদের টি২০ দলে রাখা হবে না। কারণ এশিয়া কাপ ফাইনাল ২৯ সেপ্টেম্বর। আর ক্যারিবিয়ানদের বিরুদ্ধে টেস্ট সিরিজ শুরু হবে ২ অক্টোবর থেকে। তাই সম্ভবত টেস্ট সিরিজের কথা ভেবে গিল, যশস্বী কিংবা বুমরাকে রাখা হবে না টি২০ দলে। অর্শদীপ সিং, হর্ষিত রানা সম্ভবত থাকবেন। মহম্মদ সিরাজকেও সম্ভবত বিশ্রাম দেওয়া হবে। দুবাইয়ের উইকেটের কথা ভেবে সম্ভবত স্পিনার বাড়তি রাখা হবে দলে। 

জানা গেছে, অজিত আগরকারের নেতৃত্বাধীন নির্বাচক কমিটি আগস্টের ১৯ বা ২০ তারিখ এশিয়া কাপের স্কোয়াড ঘোষণা করতে পারে। তবে পুরোটাই নির্ভর করছে বিসিসিআইয়ের ‘সেন্টার অফ এক্সেলেন্স’ স্পোর্টস সায়েন্স দলের মেডিক্যাল বুলেটিন পাওয়ার ওপর। যার মধ্যে রয়েছে দলের অধিনায়ক সুর্যকুমার যাদবের স্বাস্থ্য সম্পর্কিত তথ্যও। যদিও সূর্যকুমার ইতিমধ্যেই বেঙ্গালুরুর নেটে ব্যাটিং শুরু করেছেন। রিপোর্ট অনুযায়ী, নির্বাচক কমিটি দলে বড় কোনও পরিবর্তনে আগ্রহী নয়। কারণ অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন, সূর্যকুমার যাদব, তিলক ভার্মা এবং হার্দিক পান্ডিয়া দলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তারা টিম ইন্ডিয়ার অত্যন্ত শক্তিশালী টপ ফাইভ। বিসিসিআই সূত্রে খবর, অভিষেক শর্মা আইসিসির সর্বশেষ র‌্যাঙ্কিংয়ে বিশ্বসেরা টি–টোয়েন্টি ব্যাটার। সঞ্জু স্যামসন গত সিজনে ব্যাট এবং গ্লাভস দুটোতেই অসাধারণ। তবে শুভমান গিলের বর্তমান ফর্মও উপেক্ষা করার মতো নয়। আইপিএলেও তাঁর ভাল পারফরম্যান্স ছিল। মূল সমস্যা হল টপ অর্ডারে অনেক প্রতিযোগী রয়েছেন। ফলে, একাধিক প্রতিদ্বন্দ্বিতার কারণে যশস্বী জয়েসওয়াল ও সাই সুদর্শনের জন্য স্কোয়াডে জায়গা পাওয়া কঠিন হতে পারে।