আজকাল ওয়েবডেস্ক:‌ তীব্র গরম। তার উপর দুপুরে ম্যাচ। শনিবার দুপুর সাড়ে তিনটেয় আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে তাপমাত্রা ৪০ ডিগ্রি ছাড়িয়ে যেতে পারে। এই গরমে খেলা দেখতে আসা সমর্থকদের জন্য বিশেষ পাখা এবং সানস্ক্রিনের ব্যবস্থা করল গুজরাট টাইটানস।


শনিবার দুপুরে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে গুজরাটের প্রতিপক্ষ দিল্লি ক্যাপিটালস। এখন আমেদাবাদে ভীষণ গরম। এই গরমের কথা ভেবে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে সেই ম্যাচ দেখতে যাঁরা আসবেন, তাঁদের জন্য বিশেষ পাখা, সানস্ক্রিনের ব্যবস্থা রাখা হয়েছে। আবার বিনামূল্যে দেওয়া হবে খাওয়ার জল, ওআরএস। থাকছে ওষুধের ব্যবস্থাও।


হাওয়া অফিস জানিয়েছে, খেলা শুরু হবে দুপুর ৩.৩০ থেকে। বিকেল ৪টে নাগাদ তাপমাত্রা ৪১ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যেতে পারে। আর্দ্রতা থাকবে ১৪ শতাংশ। সেই কারণেই দর্শকদের জন্য বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে ফ্রাঞ্চাইজির তরফে। 


আপাতত গুজরাট পয়েন্ট টেবিলে আছে তিন নম্বরে। ৬ ম্যাচে ৮ পয়েন্ট গুজরাটের। আর দিল্লি আছে শীর্ষে। ৬ ম্যাচে তাদের পয়েন্ট দশ। টানা পাঁচ ম্যাচ জেতার পর আগের ম্যাচটিই শুরু হেরেছে দিল্লি। এর আগে আমেদাবাদে তিন ম্যাচ খেলেছে গুজরাট। জিতেছে দুটিতে।