আজকাল ওয়েবডেস্ক: শুভমান গিলকে অধিনায়ক রাখতে চাইছে না গুজরাট টাইটান্স। সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট ঘিরে তুমুল জল্পনা ছড়িয়েছে। প্রসঙ্গত, ২০২২ সালে হার্দিকের নেতৃত্বে গুজরাট আইপিএল জিতেছিল। ২০২৩ সালে রানার্স। তারপর হার্দিক গুজরাট ছেড়ে মুম্বইয়ে ফিরে যান। অধিনায়ক করা হয় গিলকে। কিন্তু ২০২৪ আইপিএল ভুলে যেতে চাইবে গুজরাট।
এই পরিস্থিতিতে গুজরাট সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছে। যেখানে দেখা যাচ্ছে রশিদ খানকে। ক্যাপশনে লেখা হয়েছে, ‘নতুন অধ্যায়।’ এরপরই শুরু হয়েছে জল্পনা। ভক্তরা বলছেন, ২০২৫ আইপিএলে গুজরাটের অধিনায়ক হিসেবে হয়ত দেখা যাবে আফগান স্পিনারকে।
এটা ঘটনা ১৮ কোটিতে রশিদকে রিটেন করেছে গুজরাট। আর শুভমানকে রিটেন করা হয়েছে ১৬.৫০ কোটিতে। এটা ঘটনা রশিদের আইপিএল পারফরম্যান্স চমকপ্রদ। সেখানে গিল গতবার ভাল রান পাননি। তাছাড়া গিলের পরিবর্ত হিসেবে রশিদ ছাড়া অন্য কেউ নেই যাকে অধিনায়ক করা যেতে পারে।
তার উপর বর্ডার গাভাসকার ট্রফিতেও রানে নেই গিল। পারথ টেস্ট খেলতে পারেননি। বাদ গিয়েছিলেন মেলবোর্ন টেস্ট থেকেও। তবে সিডনি টেস্টে গিলের প্রথম একাদশে ফেরার সম্ভাবনা রয়েছে।
