আজকাল ওয়েবডেস্ক: জামা–কাপড় তৈরির দোকান। বলা ভাল দর্জির দোকান। সেই দোকানে ইলেকট্রিক বিল এল ৮৬ লক্ষ টাকা। দোকান মালিক আনসারির তো মাথায় হাত! ঘটনাটি ঘটেছে গুজরাটের ভালসাদে।
দোকানের যা দাম, তার চেয়েও ইলেকট্রিক বিল বেশি আশায় মাথায় হাত পড়ে যায় আনসারির। সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছেন, ‘এটা কীভাবে হল তা ভাবতে ভাবতেই প্রায় অজ্ঞান হওয়ার জোগাড়। এরপরই ইলেকট্রিক অফিসে ছুটে যাই।’
ভালসাদের চোর গলিতে দোকান আনসারির। গ্রাহকের মাপ নিয়ে জামা, কাপড়, শেরওয়ানি তৈরি করেন আনসারি। আর ওই অঞ্চলে ইলেকট্রিক আসে দক্ষিণ গুজরাট ভিজ কোম্পানি লিমিটেড থেকে। যে সংস্থার রয়েছে ৩২ লক্ষের বেশি গ্রাহক।
ইলেকট্রিক অফিসে গিয়ে অভিযোগ জানাতেই আধিকারিকরা আসেন আনসারির দোকানে। মিটার পরীক্ষা করেন। দেখা যায় দুটো ডিজিট ভুল করে যোগ করা হয়েছে বিলে। যিনি রিডিং নিতে এসেছিলেন তিনিই এই ভুল করেছেন বলে জানা যায়। সংস্থার তরফেই একথা জানানো হয়। এরপর নতুন বিল দেওয়া হয় আনসারিকে। যা মাত্র ১,৫৪০ টাকার।
স্বস্তি পান আনসারি। তিনি জানিয়েছেন, সাধারণত ২০০০ টাকার মধ্যেই আসে তাঁর দোকানের ইলেকট্রিক বিল। এদিকে, ৮৬ লক্ষ টাকার বিলের কথা শুনে অনেকেই আনসারির দোকানে এসেছেন। ওই বিলের ছবি তুলে নিয়ে যান। হাসতে হাসতে আনসারি বলেছেন, এবার কেউ বিলের ছবি তুলতে এলে তিনি টাকা দাবি করবেন।
