আজকাল ওয়েবডেস্ক:‌ চ্যাম্পিয়ন্স ট্রফির সময় দু’‌জনের কথা হয়েছিল। কার কার?‌ ভারতের শুভমান গিল ও নিউজিল্যান্ডের গ্লেন ফিলিপস এর। চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল খেলা চলাকালীন দু’‌জনের মধ্যে কী কথা হয়েছিল তা এতদিনে খোলসা করেছেন ফিলিপস। বলেছেন, ‘‌গিল জিজ্ঞাসা করেছিল এমআরএফ ব্যাট ব্যবহারে কী সমস্যা বলো তো?‌’‌ 


এটা ঘটনা চ্যাম্পিয়ন্স ট্রফিতে কিছু দুর্দান্ত ক্যাচ ধরেছিলেন ফিলিপস। গ্রুপ পর্বে বিরাট কোহলি ও ফাইনালে গিলের দুর্দান্ত ক্যাচ নিয়েছিলেন ফিলিপস। যা দেখে ক্রিকেট ভক্তরাও চমকে গিয়েছিলেন।


এটা ঘটনা চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালেই প্রথম এমআরএফ ব্যাট নিয়ে মাঠে নামেন গিল। সেই সময়ই তিনি ফিলিপসকে জিজ্ঞাসা করেছিলেন, এমআরএফ ব্যাট ব্যবহারে সমস্যা কোথায়?‌ ফিলিপস জানিয়েছেন, এই কথার মাধ্যমেই বোঝা যায়, গিল মজার মানুষ। তবে ফিলিপস এটাও বলেছেন, গিলের বিরুদ্ধে খেলার চেয়ে যদি আমরা একই দলে থাকতাম। তাহলে দারুণ হত।


ফিলিপসের কথায়, ‘‌গিল আচমকাই জিজ্ঞাসা করল এমআরএফ ব্যাটে তোমার সমস্যা হয়?‌ গিলের এই কথা জিজ্ঞাসা করার কারণ ছিল ওর যে ক্যাচটা ধরেছিলাম, সেটা অন্য ব্যাট হলে হয়ত আরও জোরে বেরিয়ে যেত।’‌ একথা বলেই হো হো করে হেসে ফেলেন ফিলিপস। কিউয়ি ক্রিকেটারের কথায়, ‘‌গিল মজার মানুষ। খেলার আগের দিন টিম ডিনারে অংশ নিয়েছিলাম। দু’‌জনে অনেক কথা বলেছিলাম। তখনই বলেছিলাম আলাদা দলে থাকার চেয়ে দু’‌জনে যদি এক দলে থাকতাম। তাহলে দারুণ হত। আমাদের বোলারদের এত মার খেতে হত না।’‌


ফিলিপস আরও বলেছেন, ‘‌গিলের মধ্যে নেতৃত্ব দেওয়ার সহজাত ক্ষমতা রয়েছে। ও সত্যিকারের লিডার। মানুষ হিসেবে খুব ভাল। সবার সঙ্গে কথা বলে। সবাইকে সমান চোখে দেখে। এগুলোই একজন নেতার গুণ।’‌


এবার অবশ্য ফিলিপসের স্বপ্ন পূরণ হচ্ছে। কারণ গুজরাটে গিলের নেতৃত্বে খেলবেন ফিলিপস। এই মরসুমে আইপিএল ট্রফি জয়ের বিষয়ে আশাবাদী ফিলিপস। বলেছেন, ‘‌গত দু’‌বছর গুজরাট দুর্দান্ত খেলেছে। এবারও সেই ছন্দে খেলতে পারব আশা করি।’‌