আজকাল ওয়েবডেস্ক: চ্যাম্পিয়ন্স ট্রফির আগে তুমুল চাপে পড়ে গেল দক্ষিণ আফ্রিকা। অনরিখ নর্টজে চোটের জন্য ছিটকে গিয়েছেন চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে। তাঁর পরিবর্তে দলে এসেছিলেন জেরাল্ড কোয়েৎজে। কিন্তু তিনিও চোটের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফির দলে অনিশ্চিত হয়ে গেলেন।
দক্ষিণ আফ্রিকা টি২০ লিগে খেলার সময় হ্যামস্ট্রিংয়ে চোট পান কোয়েৎজে। এটা ঘটনা, চ্যাম্পিয়ন্স ট্রফির দলে প্রথমে কোয়েৎজে ছিলেন না। নর্টজে চোট পাওয়ায় কোয়েৎজকে সুযোগ দেওয়া হয়েছিল। প্রসঙ্গত, দু’জনেই একই কোয়ালিটির বোলার। ব্যাটের হাতও ভাল। কিন্তু কোয়েৎজেও চোট পেয়ে যাওয়ায় দক্ষিণ আফ্রিকার পেস শক্তি অনেকটাই কমে গেল।
সূত্রের খবর, বেশ কয়েক সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে কোয়েৎজেকে। ফলে তাঁর চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা নিয়ে প্রশ্ন উঠে গেল। যা পরিস্থিতি দক্ষিণ আফ্রিকার টি২০ লিগে আর খেলা হবে না তাঁর।
আর কোয়েৎজে যদি চ্যাম্পিয়ন্স লিগে খেলতে না পারেন তাহলে রিজার্ভ হিসেবে যারা আছেন, সেখান থেকে কাউকে ১৫ জনের দলে নেওয়া হবে। রিজার্ভে আছেন কেয়ানা মাফাকা, করবিন বশচ, ওটনিয়েল বার্টমান। টেস্ট অভিষেকে বেশ ভাল বল করেছেন মাফাকা। তাই রাবাদার সঙ্গী হিসেবে তাঁর নাম ভাবা হতে পারে। আর সম্প্রতি একদিনের ক্রিকেটে অভিষেক হয়েছে বশচের। আর ডেথ বোলিংয়ে এক্সপার্ট বার্টম্যান।
প্রসঙ্গত, চ্যাম্পিয়ন্স ট্রফিতে দক্ষিণ আফ্রিকার প্রথম ম্যাচ ২১ ফেব্রুয়ারি আফগানিস্তানের বিরুদ্ধে।
