আজকাল ওয়েবডেস্ক: জিওর্জিনা রডরিগেজ। পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর বান্ধবী। দু’জনে একসঙ্গে দীর্ঘদিন কাটাচ্ছেন। একাধিক সন্তানের মা–বাবা তাঁরা। জিওর্জিনার আগেও ক্রিশ্চিয়ানোর জীবনে একাধিক প্রেম এসেছে। ভেঙেও গেছে। কিন্তু জিওর্জিনার সঙ্গে সম্পর্কের রসায়নটা একদম অন্যরকম রোনাল্ডোর।
একটি সাক্ষাৎকারে এক গোপন কথা ফাঁস করেছেন জিওর্জিনা। তখন সদ্য রোনাল্ডোর সঙ্গে তাঁর আলাপ হয়েছে। দু’জনে এক নির্জন সৈকতে ছুটি কাটাচ্ছিলেন। আচমকাই এক দিন রোনাল্ডো বলেন, সামনেই একটা স্পা রয়েছে। সেখানে যেতে। জিজ্ঞাসা করায় রোনাল্ডো বলেছিল, সেটি ওর বন্ধুর স্পা। এরপরই জিওর্জিনা আসল সত্যিটা জানান। বলেন, ‘ওই স্পা তে রোনাল্ডোর সঙ্গে মিলিত হয়েছিলাম।’ জিওর্জিনা আরও বলেছেন, ‘আমি সৈকতে স্নান করতে মোটেও স্বচ্ছন্দ নই। তাই রোনাল্ডো আমায় স্পা তে যেতে বলেছিল। সেখানে ওর বন্ধু আমাদের আলাদা ঘরের ব্যবস্থা করে দিয়েছিল। তারপর...’ বাকিটা আর লজ্জায় বলেননি জিওর্জিনা।
প্রসঙ্গত, কেরিয়ারে ৯০০ গোল করে ফেলেছেন রোনাল্ডো। যা এক অনন্য নজির। এখনও খেলে চলেছেন। আল নাসেরে আপাতত খেলছেন তিনি। সেখানেই কেরিয়ার শেষের ইঙ্গিত দিয়েছেন। সমান তালে খেলে চলেছেন জাতীয় দলের হয়েও। আরও একটা বিশ্বকাপ খেলাই তাঁর লক্ষ্য।
চলতি ইউরো কাপে কোয়ার্টার ফাইনাল থেকেই ছিটকে গিয়েছিল পর্তুগাল। তাই রোনাল্ডো পরবর্তী লক্ষ্য হিসেবে বিশ্বকাপকে পাখির চোখ করেছেন।
