আজকাল ওয়েবডেস্ক:‌ আর ঘণ্টা দেড়েক পরেই শুরু হয়ে যাবে ভারত–শ্রীলঙ্কা ওয়ানডে সিরিজ। বিশ্বকাপ জয়ের পর এই প্রথম ২২ গজে নামবেন বিরাট–রোহিত। আগের দিন অনুশীলনে দুই তারকা ব্যাটারকে দেখা গেল লম্বা লম্বা ছয় মারতে। দুই ক্রিকেটারই দেশের হয়ে টি২০ খেলা ছেড়ে দিয়েছেন। এখন ফোকাস শুধু ওয়ানডে ও টেস্ট। 



অনুশীলনে বিরাট–রোহিতকে বিধ্বংসী মেজাজে থাকতে দেখে যারপরনাই খুশি নতুন হেড কোচ গৌতম গম্ভীর। নেটে চুটিয়ে ব্যাটিং করেছেন লোকেশ রাহুল, শ্রেয়স আইয়াররা। এমনকী কুলদীপ যাদব, হর্ষিত রানাদেরও ব্যাটিং অনুশীলন করতে দেখা গেছে। 


অনুশীলন শেষে প্রথামাফিক সাংবাদিক সম্মেলনে রোহিত বলেছেন, ‘‌এখানে চিল মারতে আসিনি। নিজস্ব ব্রান্ডের ক্রিকেট খেলাই লক্ষ্য। প্রতিপক্ষকে হালকাভাবে নেওয়ার কোনও প্রশ্নই নেই।’‌ 
ইতিমধ্যেই শ্রীলঙ্কাকে টি২০ সিরিজে হোয়াইটওয়াশ করেছে ভারত। ওয়ানডে সিরিজেও সেটাই লক্ষ্য। ২ আগস্ট সিরিজের প্রথম ম্যাচ। বাকি দুটি ম্যাচ ৪ ও ৭ আগস্ট। তিনটি খেলাই হবে কলম্বোয়।