আজকাল ওয়েবডেস্ক: ইংল্যান্ডে পাঁচ টেস্টের সিরিজ খেলবে ভারত। বুমরা জানিয়েছেন তিনি খেলবেন তিন টেস্ট। কিন্তু কোন তিনটি? তা নিয়ে ধোঁয়াশা রাখলেন কোচ গম্ভীর ও অধিনায়ক শুভমান গিল।
তবে গম্ভীর ও গিল এটা জানিয়ে দিয়েছেন, ‘বুমরার অনুপস্থিতিতে আর যারা থাকবেন, তারা পেস বোলিংয়ের গভীরতা পূরণ করতে সক্ষম।’ এও জানানো হয়েছে, কোন তিনটি টেস্ট খেলবেন বুমরা তা নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
গম্ভীর বলেছেন, ‘বুমরার সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। তাছাড়া সিরিজের পরিস্থিতির উপরও বিষয়টা নির্ভর করবে। সিরিজের ফলাফলের উপর বিষয়টা অনেকটাই নির্ভর করবে। এই বিষয়টাই যে গুরুত্বপূর্ণ সেটা বুমরাও জানে।’
বিসিসিআইয়ের মেডিক্যাল টিম জানিয়েছে, বুমরাকে যেন টানা টেস্ট না খেলানো হয়। তারপরেই বুমরার বেছে বেছে টেস্ট খেলার সিদ্ধান্ত। তবে এটা ঘটনা ভারতের পেস অ্যাটাকে মহম্মদ সিরাজ, প্রসিধ কৃষ্ণা, আকাশদীপ, অর্শদীপ সিংরা রয়েছেন। সিম বোলিং অলরাউন্ডার হিসেবে আছেন শার্দূল ঠাকুর ও নীতীশ কুমার রেড্ডি। গিল জানিয়েছেন, ‘একাধিক পেস বোলার স্কোয়াডে রয়েছে। পরিস্থিতি বুঝে বোলারদের ব্যবহার করা হবে।’ গিলের কথায়, ‘দলে বুমরার মতো বোলার থাকলে তার উপর বাড়তি নির্ভরতা থাকবেই। তাই আমরা বুঝে সিদ্ধান্ত নেব কোন কোন ম্যাচে বুমরাকে খেলাব।’
